শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকায় জবি ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি: [২]পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপ।এসময় অবিলম্বে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিও জানান তারা।

[৩]বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের দিকে আসার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

[৪]বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী মাহবুব হোসেন সাজ্জাদ, সুমন সর্দার, সদস্য সচিব পদপ্রার্থী জাফর আহমেদসহ আরো অনেকে।

[৫]এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অপর একটি গ্রুপ পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা বলেন,এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি কর্পোরেশন বিদ্যালয়টির নাম পরিবর্তন করেছে।বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।অবিলম্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। নাহলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিবে। এসময় বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৬]এর পূর্বে গত ৩০ নভেম্বর স্কুলটির নতুন নামকরণ মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা স্কুলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।পরে নেতাকর্মীরা মিলে পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।

[৭]জানা যায়, ২০০৬ সালে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ২৫ মার্চ স্কুলটি উদ্বোধন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়