শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাংলাদেশ থেকে নিয়মিত নিত্যপণ্য নিতে চায় মিজোরাম, শেখ হাসিনার সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা

মাছুম বিল্লাহ: [২] ইংরেজি দৈনিক মিজোরাম পোষ্টের এক খবরে এমনটিই বলা হয়েছে।
[৩] পত্রিকাটি লিখেছে, আসামের সঙ্গে সীমান্ত বিরোধের কারণে সম্প্রতি জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে। এতে মিজোরামে নিত্যপণ্যের সংকট দেখা দেয়। ইতোপূর্বে বেশ কয়েকবার এই ধরনের সংকট সৃষ্টি হয়েছিল। এ কারণে বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে নিয়মিত চাল-ডাল-লবণ-তেল বা রান্নার গ্যাসের মতো পণ্য আমদানি করতে চায় রাজ্যটি।
[৪] প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। গত মার্চে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জোরামথাঙ্গার ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই সফর বাতিল হয়ে যায়। বাণিজ্যিক লেনদেন বাড়ানোসহ নানা প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীকে এই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ইতিবাচক। [৫] তবে মিজোরামের মুখ্য সচিব লালনুনমুইয়া চুয়াংগো বলেন, ‘এই মুহূর্তে সীমান্তে যে অবকাঠামো আছে, তাতে বাংলাদেশ থেকে মিজোরামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা খুব সহজ হবে না, খরচও হবে বেশি। ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে অবকাঠামো নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।’ সম্পাদনা: শাহানুজ্জামান টিটু,সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়