শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসবিএসএফ-এর অগ্রযাত্রা: ভার্চুয়াল সোশ্যাল বিজনেস স্টুডেন্টস’ ফোরাম ২০২০

সাইফুল্লাহ খালিদ: [২] ‘দারিদ্র শূন্যকরণ, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণে যুবকের ভূমিকা’- এই প্রতিপাদ্য নিয়ে ‘সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম (এসবিএসএফ)’ এর আয়োজন গত ২৫ ও ২৬ নভেম্বর সফলতার সাথে সম্পন্ন হয় এসবিএসএফ-এর নতুন ধারার উদ্বোধন।

[৩] ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত ‘ভিএসবিএসএফ ২০২০’-এর পার্টনার হিসেবে ছিলেন ইউরো এশিয়ান ইউনিভার্সিটিস ইউনিয়ন (ইউরাস) এবং ইস্টার্ন ইউরোপিয়ান ইউনিভার্সিটি এসোসিয়েশন। তারা প্রত্যেকেই ‘ভিএসবিএসএফ ২০২০’ এর জন্য শুভকামনা ব্যক্ত করেছেন এবং আগামী চলার পথে পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন।

[৪] সোশ্যাল বিজনেস স্টুডেন্টস’ ফোরাম হলো সোশ্যাল বিজনেস সম্পর্কিত ধারণা ও মতামত বিনিময়ের জন্য শিক্ষার্থীদের একটি স্বীকৃত গ্লোবাল কমিউনিটি। এটি সবসময় তার সদস্যদের সোশ্যাল বিজনেস সম্পর্কে শিক্ষা দিয়ে আসছে এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সামাজিক উন্নতি সুনিশ্চিত করে আসছে।

[৫] ‘ভিএসবিএসএফ’ এর উদ্বোধন সোশ্যাল বিজনেস স্টুডেন্টস’ ফোরামের আর্ন্তজাতিক বিস্তৃতি আরও সমৃদ্ধ করেছে।

[৬] এসবিএসএফের যুব নেতাদের সঙ্গে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২৩টি দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা জুম অ্যাপ-এর মাধ্যমে ৩টি একাডেমিক সেশনের সুযোগ পেয়েছে।

[৭] এবারের ফোরামে এসবিএসএফ- গ্লোবাল নেটওয়ার্কের রূপরেখা তুলে ধরেন সহ-প্রতিষ্ঠাতা কাজী মেসবাহ উর রহমান এবং প্রেসিডেন্ট কাফিউল বিন ইসলাম।

[৮] ওপেনিং প্লেনারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, জার্মানির সহ-প্রতিষ্ঠাতা হানস রিজ , ইউনুস সেন্টার বাংলাদেশের এক্সিকিউটিভ ডাইরেক্টর লামিয়া মোরশেদ এবং এসবিএসএফ-এর কনভেনর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

[৯] কী-নোট স্পীকার হিসেবে নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহম্মদ ইউনূস-এর উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। তিনি তরুণ নেতাদের সামাজিক বিকাশের ধারণাগুলোকে একত্রিত করার জন্য এবং কীভাবে তাদের শিক্ষা টেকসই উন্নয়ন ও সামাজিক ব্যবসায়ের মাধ্যমে আগত সমস্যাগুলো কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে তার জন্য নির্দেশনা দিয়েছেন।

[১০] প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের পাশাপাশি ছিলো ভার্চুয়াল কফি আওয়ার এবং ক্রস কালচারাল প্রোগ্রামের আয়োজন, যা অনুষ্ঠানটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়