শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে পাইকারী বাজারগুলোতে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ

ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে সবজির পাইকারী বাজারগুলোতে বাড়ছে শীতকালীন শাকসবজির সরবরাহ। এতে প্রতি সপ্তাহেই কমে আসছে সবধরণের সবজির দাম।

মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে শীতের আগাম শাকসবজির আশাব্যঞ্জক ফলন না পেলেও এখন সবধরনের সবজির উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন নরসিংদীর ৬ উপজেলার কৃষকরা।

কিন্তু অতিবৃষ্টি কাটিয়ে দফায় দফায় চারা তৈরির পর শাকসবজির উৎপাদন বাড়িয়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, লাউ, মুলা, সীম, ঢেড়শ, কুমড়া, বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজির।

সবজির উৎপাদন বাড়ার সাথে সাথে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতি সপ্তাহেই কমে আসছে সবধরণের সবজির দাম। বিগত দুই সপ্তাহে সবধরনের সবজি প্রতি কেজিতে ১০ থেকে ৩০ টাকা কমেছে বলে জানিয়েছেন কৃষক ও পাইকারী ক্রেতারা।

জেলার ৯টি পাইকারী সবজির বাজার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার পাইকারী বাজারে শাকসবজি সরবরাহ করা হয়। রাজধানী ঢাকার চাহিদার প্রায় অর্ধভাগ সবজির সরবরাহ হয়ে থাকে নরসিংদী জেলা থেকে।

আগামী আরও দুই সপ্তাহের মধ্যে সবজির সরবরাহ শুরু হলে দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে, তবে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না বলে মনে করেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শোভন কুমার ধর।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় শীতকালীন শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাড়ে ৯ হাজার ৯শ' ৮৩ হেক্টর জমিতে। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়