শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কাফরুলে নারীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ

সুজন কৈরী: রাজধানীর কাফরুল থানা এলাকায় সিমা আক্তার (৩৩) নামে এক নারীকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।

কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, রোববার দুপুর একটার দিকে সংবাদ পেয়ে কাফরুল থানার বাইশটেক ইমাম নগরের একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় । তাকে প্রথমে উপর্যুপরি ছুরি দিয়ে হত্যা করে ও পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তার সৎ ছেলে এক ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

স্থানীয়ভাবে জানা গেছে, এক বছর আগে সীমাকে বিয়ে করেন শাহজাহান সিকদার। তিনি পেশায় একজন কার্টুন ব্যবসায়ী। পল্লবীর ফ্ল্যাটে তাদের সঙ্গে আগের ঘরের সন্তান ও তার স্ত্রীও থাকেন। প্রতিদিনের ন্যায় শাজাহান কর্মস্থলে চলে যান। তবে তার ছেলে ও স্ত্রী বাসায় ছিল। তদন্তের স্বার্থে ছেলে ও তার স্ত্রীর নাম জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

পুলিশ সন্দেহ করছে, শাহজাহান পেশায় একজন ব্যবসায়ী । অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তি ও অর্থ সম্পদ রয়েছে। শাজাহানের আগের ঘরের সন্তান মূলত এ কারণেই সীমাকে সীমাকে মেনে নিতে পারছিল না। পরে তাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হতে পারে। তদন্তের পরই হত্যার প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।নিহতের সৎ ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ।তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়