ডেস্ক রিপোর্ট: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১–এর প্রথম সিনার্জি টিম প্রোগ্রাম গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা, গণশিক্ষা কর্মসূচি বাস্তবায়নসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন সার্ভিস প্রজেক্টের পরিকল্পনা উপস্থাপন করেন। প্রথম আলো
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর মো. রুবাইয়াত হোসেন, এফডিএফএল রোকেয়া ফারুকী, সদ্য সাবেক গভর্নর খায়রুল আলম, গভর্নর নমিনি এম এ ওয়াহাব, সাবেক গভর্নর মাগফুর উদ্দিন আহমেদ, ড. মীর আনিসুজ্জামান, সেলিম রেজা, এ এফ এম আলমগীর, শামসুল হুদা, শওকত হোসেন, ইভেন্ট চেয়ার ইবরাহীম জায়েদ পিনাক, মহাসচিব নুরুল হুদা পিন্টু, টিপু খান, ইকবাল করিম প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ইন্টারন্যাশনালের বড় জেলা সংগঠন হচ্ছে বাংলাদেশ রোটারি, জেলা-৩২৮১। বিজ্ঞপ্তি