শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় বাঁধ ভেঙ্গে ভেসে গেছে কোটি টাকার মাছ, দিশেহারা মৎস্য খামারীরা

জহারুল হক: [২] ব্যাংক ঋণ নিয়ে ২০ একর জমি ভাড়া করে ভালুকা উপজেলার চার ব্যাক্তি যৌথ মালিকানায় একটি মৎস্য খামার গড়ে তোলেন।

[৩] ওই খামারের উত্তর অংশের একটি বাঁধ রাতের আঁধারে ভেঙে গিয়ে খামারীদের প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে উপজেলার বিরুনীয়া গ্রামের।

[৪] খামার মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া গ্রামের মইশাকুড়ি বিলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০ একর জমি ভাড়ায় নিয়ে উপজেলা বিএনপি নেতা রুহুল আমীন মাসুদসহ চার ব্যক্তি আরএস ড্রেডার্স নামে একটি মৎস্য খামারে পাঁচ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। এ অবস্থায় বাঁধ ভেঙ্গে কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহার হয়ে পড়েছেন তাঁরা।

[৫] খামার মালিক রুহুল আমীন মাসুদ জানান, ব্যাংক থেকে লোন নিয়ে কাটাপ্রতি বার্ষিক চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে তারা মাছ চাষ করে আসছেন। খামারটিতে রুই, কাতল, মিরকা ও সিলভারসহ বিভিন্ন প্রজাতীয় কোটি টাকার উপরে মাছ ছিলো।

[৬] পাহারাদারের কাছে জানতে শুক্রবার ভোররাতের বাঁধ ভেঙে সব মাছ ভেসে গেছে। পরে খামারে গিয়ে ঘটনার বিস্তারিত শুনি।

[৭] তবে বাঁধটি এমনিতেই ভেঙে গেছে, না কেউ কেটে দিয়েছে, তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। নিশ্চিত হতে না পারায় বিষয়টি এখনো পুলিশকে অবগত করিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়