শিরোনাম
◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় বাঁধ ভেঙ্গে ভেসে গেছে কোটি টাকার মাছ, দিশেহারা মৎস্য খামারীরা

জহারুল হক: [২] ব্যাংক ঋণ নিয়ে ২০ একর জমি ভাড়া করে ভালুকা উপজেলার চার ব্যাক্তি যৌথ মালিকানায় একটি মৎস্য খামার গড়ে তোলেন।

[৩] ওই খামারের উত্তর অংশের একটি বাঁধ রাতের আঁধারে ভেঙে গিয়ে খামারীদের প্রায় কোটি টাকার মাছ ভেসে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে উপজেলার বিরুনীয়া গ্রামের।

[৪] খামার মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরুনীয়া গ্রামের মইশাকুড়ি বিলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০ একর জমি ভাড়ায় নিয়ে উপজেলা বিএনপি নেতা রুহুল আমীন মাসুদসহ চার ব্যক্তি আরএস ড্রেডার্স নামে একটি মৎস্য খামারে পাঁচ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। এ অবস্থায় বাঁধ ভেঙ্গে কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহার হয়ে পড়েছেন তাঁরা।

[৫] খামার মালিক রুহুল আমীন মাসুদ জানান, ব্যাংক থেকে লোন নিয়ে কাটাপ্রতি বার্ষিক চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া দিয়ে তারা মাছ চাষ করে আসছেন। খামারটিতে রুই, কাতল, মিরকা ও সিলভারসহ বিভিন্ন প্রজাতীয় কোটি টাকার উপরে মাছ ছিলো।

[৬] পাহারাদারের কাছে জানতে শুক্রবার ভোররাতের বাঁধ ভেঙে সব মাছ ভেসে গেছে। পরে খামারে গিয়ে ঘটনার বিস্তারিত শুনি।

[৭] তবে বাঁধটি এমনিতেই ভেঙে গেছে, না কেউ কেটে দিয়েছে, তা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। নিশ্চিত হতে না পারায় বিষয়টি এখনো পুলিশকে অবগত করিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়