লাইজুল ইসলাম: [২] শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন ৩ হাজার ৫১৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে তিন জন এবং চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।
[৩] ঢাকা বিভাগ ছাড়া চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে ৪০১ জন, খুলনা বিভাগে ৪৯৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, সিলেট বিভাগে ২৬৪ জন, রংপুর বিভাগে ২৯৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩২ জন।