আজহারুল হক: [২] ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা অনুযায়ী ও ২০ ফেব্রুয়ারী ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করা, নিয়োগবিধি সংমোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে।
[৩] গফরগাঁওয়ে কর্মরত ৮৬ জন শনিবার সকাল ১০টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গনে শুরু হওয়া এ কর্মসূচী অংশ নেন।
[৪] কর্মবিরতি চলাকালে গফরগাঁও উপজেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান, সদস্য সচিব আজহারুল ইসলাম, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী