শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদী সাম্প্রদায়িক কোনো অপশক্তির জায়গা বাংলাদেশে হবে না: আওয়ামী ওলামা লীগ

সমীরণ রায় : [২] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দুর্নীতি, ধর্ষণ ও সাম্প্রদায়িক অপযজ্ঞ রুখে দিবে বাংলাদেশ’ শীর্ষক এক মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র ইসলামের নাম ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ধর্মীয় উস্কানির অপচেষ্টা করছে। ভাস্কর্য একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিপক্ষে যারা ছিলো, সেটিই আবার পুনরায় স্পষ্ট হয়ে উঠেছে। ৭১ সালে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করে যেমনিভাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক তেমনিভাবে এখনো এই সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

[৩] সংগঠনের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, জামায়াত-শিবির ও হেফাজত ইসলাম এক ও অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ইস্যুতে মাঠে নেমেছে। এটি তাদের পূর্ব স্বভাব। তাদের পূর্ব পুরুষরাও স্বাধীনতা চায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধে গঠন করেছিল আল বদর, আল সামস, রাজাকার ও শান্তি বাহিনীসহ বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য চালিয়েছিল নানা অপপ্রচারও বিশ্বব্যাপী।

[৪] তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুজিবনগর সরকারের মাধ্যমে সব প্রতিকুলতাকে মোকাবেলা করে বাংলাদেশ হয়েছে। সুতরাং সাম্প্রদায়িক অপতৎপরতা চালিয়ে ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো অপশক্তি বাঙালি জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উন্নয়নের মহাসড়কে দ্রুত এগিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের দেশ থেকে উন্নতশীল রাষ্ট্রের দিকে অগ্রসরমান। অতএব, এই মৌলবাদী চক্রের অপপ্রচার ও মিথ্যাচারে বাঙালি জাতি বিভ্রান্ত হবে না। তারা বার বার দেশের সংখ্যাগুরু মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দার করাবার চেষ্টা করছিল, তা ব্যর্থ হয়েছে। এখন আবার বিভিন্ন ইস্যুতে ধর্মকে ব্যবহার করে নতুন আঙ্গিকে সরকারের বিরুদ্ধে মাঠ গরম করার অপচেষ্টা করছে। এই সব অপতৎপরতা রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, জনগণ তা বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা করবে।

[৫] এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ক্বারী মাওলানা আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাওলনাা আনোয়ার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মুফতী আলিম বিজয় নগরী, যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আবু মুসা ভূইয়া, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুর রহিম, মুফতী ইলিয়াস হোসেন ও সুফী আব্দুল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়