শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে নিউ ইয়র্কের উপাসনালয়ে সীমিত উপস্থিতির আদেশ স্থগিত করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

সালেহ্ বিপ্লব: [২] বুধবার মধ্যরাতে জারি করা রুলে আদালত এ সাময়িক স্থগিতাদেশ জারি করেন। সুপ্রিম কোর্টে কনজারভেটিভদের সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ৫-৪ ভোটে এ সিদ্ধান্ত পাস হয়। এনপিআর

[৩] অক্টোবরে গভর্নর অ্যান্ড্রু কুমো কোভিড নিয়ন্ত্রণ পদক্ষেপের অংশ হিসেবে উপাসনালয়ে জনসমাগম সীমিত রাখার আদেশ দেন। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন ব্রুকলিনের রোমান ক্যাথলিক চার্চের বিশপ এবং ইহুদীদের দুটি ধর্মসভা। তারা বলেন, গভর্নরের আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের বিরোধী। ফোর্বস

[৪] ফেডারেল জাজ এবং নিউ ইয়র্কে অবস্থিত সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অভ অ্যাপীলস এর আগে ধর্মীয় নেতাদের ওই আবেদন প্রত্যাখ্যান করেন। এরপর সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন আবেদনকারিরা।

[৫] একই রকম ঘটনায় এর আগে সুপ্রিম কোর্ট গভর্নরদের নির্দেশের পক্ষেই অবস্থান নিয়েছিলেন। ক্যালিফোর্নিয়া ও নেভাদার গভর্নর সে সময় অন্যান্য স্থানের মতো উপাসনালয়ে জনসমাগম সীমিত করার নির্দেশ দেন। বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে যখন সমান ভোট পড়েছিলো, প্রধান বিচারপতি জন রবার্টস গুরুত্বপূর্ণ পঞ্চম ভোটটি দিয়ে গভর্নরদের সিদ্ধান্তকে বহাল রাখেন। এনডবিøউপিবি

[৬] কিন্তু সুপ্রিম কোর্টের এবারের পরিস্থিতি ধর্মীয় গ্রুপগুলোর অনুক‚লে। বিচারপতি রুথ বেডার গিনসবার্গ মারা যাওয়ায় তার স্থলাভিষিক্ত বিচারপতি অ্যামি ব্যারেট ভ‚মিকা রাখেন ধর্মীয় গ্রুপগুলোর পক্ষে। ফলে প্রধান বিচারপতির পক্ষে এবার কিছুই করা সম্ভব ছিলো না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়