শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিটি কলেজে বিএড ভর্তির সময়সীমা ৭ ডিসেম্বর, মানহীন প্রতিষ্ঠান নিয়ে শিক্ষক সমিতির সতর্কবার্তা

শরীফ শাওন: [২] বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। ২০২১ শিক্ষাবর্ষে যারা এখনও ভর্তি হয়নি, নির্ধারিত দিনের মধ্যেই ভর্তির আহ্বান জানানো হয়।

[৩] সমিতি জানায়, ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ মানসম্পন্ন টিচার্স ট্রেনিং কলেজ নয়। ২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয় ৩৭টি বেসরকারি টিটি কলেককে লাল তালিকাভুক্ত করে বাতিলের সুপারিশ করে।

[৪] সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান বলেন, ‘মানসম্মত কলেজগুলোতে যাতে প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেনও কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই আমরা ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি।

[৫] ভর্তিযোগ্য কলেজের তালিকায় রয়েছে- খানবাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, হাশেম উদ্দীন বিএড কলেজ, ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, গাজীপুর টিচার্স ট্রেনিং কলেজ, এম এ রউফ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সানফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ি টিচার্স ট্রেনিং কলেজ, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, টিচার্স এডুকেশন কমপ্লেক্স, নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ, লক্ষীপুর টিচার্স ট্রেনিং কলেজ, উত্তরবঙ্গ শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, পার্বতীপুর বিএড কলেজ, ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ এবং লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়