বিনোদন ডেস্ক: বলিউডের রিমেকের তালিকায় নতুন সংযোজন ‘দুর্গামতী’। এ ছবির সঙ্গেও যুক্ত অক্ষয় কুমার। দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’র রিমেক ছিল অক্ষয় অভিনীত ‘লক্ষ্মীবোম্ব’। এবার ‘দুর্গামতী’র ক্ষেত্রে তিনি থাকছেন প্রযোজক ও নিবেদকের ভূমিকায়। মুখ্য ভূমিকায় ভূমি পেডনেকর। এছাড়াও বাংলার দর্শকদের কাছে বাড়তি পাওনা পুলিশ অফিসারের ভূমিকায় যিশু সেনগুপ্ত। বুধবারই প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ট্রেলার প্রকাশের পরই নজর কাড়লেন ভুমি পেডনেকর। ‘পতি পত্নী অর উয়ো’তে গ্ল্যামারাস চরিত্র করেছেন আবার পাশাপাশি ‘সোনচিড়িয়া’র মতো পুরুষ প্রধান ছবিতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী।
ট্রেইলারে দেখা যায় রিভেঞ্জ-ড্রামার সঙ্গে হরর জনরার মিশ্রণ। এ দুইয়ের মিশ্রণেই নির্মিত এটি। তেলুগু হিট ছবি ‘ভাগ্যমতী’র অফিশিয়াল রিমেক এটি। ডিসেম্বরের শুরুর দিকেই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। ভূমিকে কেন্দ্র করেই ছবিটি নির্মিত হয়েছে। এই অভিনেত্রীর ভাষ্য, এই প্রথম বার আমার একার কাঁধে ছবির দায়িত্ব। উৎসাহিত আবার কিছুটা ভয়ও কাজ করছে।