কূটনৈতিক প্রতিবেদক: [২] বৃহস্পতিবার ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ফিলিপাইনের জাতীয় লাইব্রেরির পরিচালক সিজার গিলবার্ট আদ্রিয়ানোর হাতে এসব বই তুলে দেন।
[৩] ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছে, মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনের জাতীয় লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ওপর লেখা শতাধিক বই উপহার দিয়েছে দূতাবাস।
[৪] অধিকাংশ বই ইংরেজি ভাষায় রচিত। বাংলাদেশ দূতাবাস থেকে বই উপহার দেওয়ায় ফিলিপাইনের জাতীয় লাইব্রেরির পরিচালক সিজার গিলবার্ট আদ্রিয়ানো রাষ্ট্রদূতকে বিশেষ ধন্যবাদ জানান।