শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সময় পিছিয়ে’ ইসরায়েলি বিজ্ঞানীদের বার্ধক্যকে উল্টে ফেলার দাবি

রাশিদ রিয়াজ : ইসরায়েলি গবেষকরা বলছেন একেবারে খাঁটি অক্সিজেন ব্যবহার করে বয়সকে কমিয়ে রাখা সম্ভব। অক্সিজেনের চাপযুক্ত একটি চেম্বারে কিছুক্ষণের জন্যে আবদ্ধ হয়ে থাকলে অসুস্থতা থেকে মুক্ত থাকা যায় এবং এ কারণে বয়স বৃদ্ধি অনেকটা রোধ করা সম্ভব হয়। ইসরায়েলি বিজ্ঞানীরা ৩৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাদের বয়স ৬৪ বছরের বেশি তাদের দিনে ৯০ মিনিট করে সপ্তাহে অন্তত ৫দিন আবদ্ধ করে ৩ মাস রাখার পর এধরনের ফল পেয়েছেন। আল-জাজিরা

শুধুমাত্র অক্সিজেন ব্যবহার করে বয়স ধরে রাখাই নয় ইসরায়েলি বিজ্ঞানীরা উল্টো বয়স কমিয়ে আনতেও সফল হয়েছেন বলে দাবি করছেন। তেল আবিব বিশ^বিদ্যালয় ও শামির মেডিকেল সেন্টারের যৌথ এ গবেষণায় দেখা গেছে বয়স্ক ওই ব্যাক্তিরা বয়স ধরে রাখার সাথে সাথে অসুস্থতা থেকে দূরে থাকতে সমর্থ হয়েছেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা ‘হাইপারবারিক অক্সিজেন’ ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের চিকিৎসা করতে গিয়ে দেখেছেন তাদের শরীরে পুরাতন ও ত্রুটিযুক্ত কোষগুলোর সংক্রমণ আটকানো গিয়েছে এবং উল্টো সজীব হয়ে উঠছে। এতে তাদের শরীরে রক্তকোষগুলো আরো সক্রিয় ও সচল হয়ে পড়ায় বিজ্ঞানীরা এ ঘটনাকে বয়স কমিয়ে আনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। গত ১৮ নভেম্বর প্রকাশিত ইসরায়েলি বিজ্ঞানীরা এ নিয়ে একটি সমীক্ষা প্রতিবেদনে বলেন এধরনের অক্সিজেন চিকিৎসায় অসাধারণ সাফল্য পাওয়া গেছে। তেল আবিব বিশ^বিদ্যালয়ের অধ্যাপক শাহি এফরাতি যিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবিব ক্লিনিক পরিচালন করছেন তিনি জেরুজালেম পোস্টকে বলেন শরীরের কোষভিত্তিক বয়সবৃদ্ধিকে বরং উল্টো ঘুরিয়ে দেয়া যায়। বরং মানবশরীরে কোষের বুড়িয়ে যাওয়া রোধকে বার্ধক্যের জীববিজ্ঞানে ‘পবিত্র ঈপ্সিত’ বস্তু বলে অভিহিত করতে পারি।

বিশ্বের বিজ্ঞানীরা ওষুধ ও পরিবেশের উন্নয়ন ঘটিয়ে মানুষের সুস্থতা বৃদ্ধি ও দীর্ঘদিন বেঁচে থাকার প্রচেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তাদের সেই প্রচেষ্টাকে অনেকটা সফল হয়েছে এধরনের অক্সিজেন চিকিৎসায় বলে দাবি করছেন ইসরায়েলি বিজ্ঞানীরা। বিজ্ঞানী এফরাতি বলেন মানুষকে দীর্ঘদিন বেঁচে থাকার আশা দিয়ে অজস্র চিকিৎসা বিজ্ঞানীদের এখন সময় এসেছে সেই সব রোগের উপশম নিয়ে আরো নিবিড় গবেষণা করার। এফরাতির সহযোগী আরেক বিজ্ঞানী আমির হাদান্নি বলেন জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন এনে এবং নিয়মিত ব্যায়ামের সাহায্যে শরীরের কোষকে তরতাজা রাখা যায় কিন্তু আমাদের অক্সিজেন চিকিৎসা এক্ষেত্রে বেশ কিছুটা কার্যকর ও অগ্রসর ভূমিকা নিতে পারে। ইসরায়েলি বিজ্ঞানীদের গবেষণা এটা প্রমাণিত যে অক্সিজেন চিকিৎসায় বয়স্ক ব্যাক্তিরা অন্তত ২৫ বছর আগের সক্রিয় কোষের সজীবতা ফিরে পেয়েছেন। এফরাতির ভাষায় বলতে হয় তারা শুধু বয়স বৃদ্ধি রোধ নয় বরং তা ফিরিয়ে আনতেও সমর্থ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়