কূটনৈতিক প্রতিবেদক: [২] ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় নিহতদের স্মরণ করে টুইটে লিখেন, মুম্বাই হামলা কখনোই ভুলবো না।
[৩] ২৬/১১ কখনোই ভুলবো না। কখনোই ক্ষমা করা হবে না। আমরা সব সময় স্মরণ করবো।
[৪] মুম্বাই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের একটি টুইট রিটুইট করেছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর টুইটারে জানিয়েছে, মুম্বাই হামলার ১২তম বার্ষিকীতে ৬ আমেরিকান নাগরিকসহ ক্ষতিগ্রস্তদের বিচারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
[৫] সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ভারত একযোগে কাজ করবে।
[৬] বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ১৬৪ জন নাগরিক নিহত হন। প্রতিবছর এ দিনটিতে গভীর শোক ও শ্রদ্ধায় হতাহতদের স্মরণ করে বিশ্ববাসী।