আনিস তপন : [২] আজ কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্ট আয়োজিত মৃত্যুবরণকারী চেয়ারম্যান, মেম্বারদের পরিবার এবং চিকিৎসা গ্রহণকারী সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
[৩] একই সঙ্গে নিজ দায়িত্ব পালনেরর মাধ্যমে দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
[৪] স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি জনবান্ধব, মানবপ্রেমী কিংবা দেশপ্রেমিক কিনা।
[৫] করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রতিনিধিরা জনগণের সেবায় আত্মনিয়োগ করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানান মো. তাজুল ইসলাম।
[৬] বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চেয়ারম্যান-মেম্বারদের গ্রামীণ মানুষের সুখে দু:খে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
[৭] উল্লেখ্য, ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচিত সাবেক ও দায়িত্ব পালনরত চেয়ারম্যান ও মেম্বারদের সার্বিক কল্যাণ সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।
ধন্যবাদান্তে,