ওমর ফারুক : [২] দেশটির উত্তর সুমাত্রার কোলাঙ্গের বাসিন্দা ৩৩ বছরের যুবক জোসুয়া হুটা গালুঙ্গ কফিন বানানোর কাজ করেন। নিউজ ১৮
[৩] স্থানীয় সংবাদমাধ্যমকে জোসুয়া জানান, বিকট শব্দ করে উল্কাটি বাড়ির ছাদে আছড়ে পড়ে। গোটা বাড়ি কাঁপছিল। উল্কার আঘাতে টিনের চালের কিছুটা অংশ ভেঙে যায়। যখন পাথর খণ্ডটা তুলি, তখনও গরম ছিলো, আমি সেটিকে বাড়ির ভিতরে নিয়ে আসি। পরে সেটি ঠান্ডা হলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের কাছে নিয়ে যাই।
[৪] পাথরখণ্ডটিকে পরীক্ষা করে জানা যায়, সেটি সাড়ে চার বিলিয়ন বছরের পুরনো একটি উল্কাপিণ্ডের অংশ। প্রতি গ্রাম ৮৫৭ ডলার করে উল্কাপিণ্ডটির মূল্য দাঁড়ায় প্রায় ২ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১৬ কোটি টাকারও বেশি)।
[৫] বিশাল পরিমাণ অর্থপ্রাপ্তির খবর জানতে পেরে স্বাভাবিকভাবেই আনন্দে দিশেহারা দরিদ্র দিনমজুর জোসুয়া। সম্পাদনা : সমর চক্রবর্তী