লিহান লিমা: [২] সৌদিআরবে অনুষ্ঠিত ভার্চুয়াল জি-২০ সম্মেলনে মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে দরিদ্র দেশগুলোকে টিকা, ঔষধ ও অন্যান্য সহায়তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্তি করেছেন বিশ্বের ২০ বৃহত্তম অর্থনৈতিক দেশের নেতারা। গার্ডিয়ান/সিএনএ
[৩]সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ উদ্বেধনী বক্তৃতায় বলেন, ‘ন্যায্য ও সহজলভ্যতার ভিত্তিতে কোভিড-১৯ এর টিকা বণ্টন নিশ্চিতে জি-২০ নেতাদের কাজ করতে হবে।’
[৪]ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের যে কোনো মূল্যে সেই দৃশ্য ঠেকাতে হবে যেখানে ধনীরা ভাইরাস থেকে সুরক্ষার সব ধরণের সুবিধা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন অন্যদিকে আরেক দল সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন।’
[৫] ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন বলেন, ‘আমাদের বৈশ্বিক একাত্মতা দেখানো প্রয়োজন। ইইউ বৈশ্বিক টিকা প্রকল্পে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানাচ্ছে।’
[৬]জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জানান, ‘জার্মানি এই প্রকল্পে ৫০০ মিলিয়ন ইউরো সহযোগিতা করছে।’
[৭]রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অন্য দেশগুলোকে ‘স্পুটনিক-ভি’ টিকা সরবরাহের প্রস্তাব দিয়েছেন।
[৮]চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘আমরা গবেষণা, উন্নয়ন, উৎপাদন ও টিকা সরবরাহে অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।’
[৯]এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বললেও বৈশ্বিক ভ্যাকসিন সরবরাহ নিয়ে কোনো মন্তব্য করেন নি।
[১০]সম্মেলনের পূর্বে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ‘টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা অর্জনে ২৮বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। জি-১০ দেশগুলো এই অর্থের উৎস হতে পারে।’ ইতোমধ্যে এই প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।