শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জে মাছ ধরারকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩৫

আজিজুল ইসলাম: [২] হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেহপুরে মাছ ধরা কেন্দ্র করে দেশীয় অস্ত্রসহ দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ। এসময় উভয়পক্ষের মহিলসহ ৩৫ জন আহত হয়েছে।

[৩] সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র, তীর ফিকল ও লাঠিসোঁটাসহ সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। এ সময় প্রচুর ইট পাটকেল নিক্ষেপ, দোকানপাট ও বসতঘর ভাংচুর করে।

[৪] খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৫] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকালে কালাখৈরুল গ্রামের ময়না মিয়ার পুত্র জুয়েল মিয়ার সাথে একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত আকবর উল্লাহর পুত্র সোনাই মিয়ার সাথে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তর্কবিতর্কের হয়। পড়ে এর জের ধরে উভয় পক্ষের লোকজন ফতেহপুর বাজার এলাকায় স'সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ চলাকালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] আহতরা হলেন আল আমিন (২৫), লুৎফুর (২২), সুজন (২৫), জুয়েল মিয়া (৩২), হান্নান মিয়া (৩৫)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে এখনো উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

[৭] এ ব্যাপারে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মুবাশ্বির হোসেন জানান, উক্ত এলাকায় আর কোনো ধরণের প্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়