শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রভাবশালীদের কারণে ঝুঁকিপূর্ণ মার্কেট ভবন ভাঙতে পারছে না ডিএনসিসি

সুজিৎ নন্দী : [২] চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেও প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাদের চাপের কারণে কর্পোরেশনের পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ ছয়টি মার্কেটের নয়টি ভবন ভাঙতে পারছে না ডিএনসিসি।

[৩] তবে এসব ভবন ধসে পড়লে তার দায় নেবে না জানিয়ে চিঠি চালাচালি করছে সিটি করপোরেশনের সম্পত্তি, রাজস্ব ও প্রকৌশল বিভাগ। বিশেষজ্ঞদের আশঙ্কা-দ্রুত ব্যবস্থা না নিলে আবারও ঘটতে পারে রানা প্লাজার মতো ঘটনা। নিউজ ২৪

[৪] ২০১২ সালে ১২টি মার্কেট পরিদর্শন করে প্রতিবেদন দেয় বুয়েট। ২০১৭ সালে ঝুঁকির বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলনে প্রয়াত মেয়র আনিসুল হক সুনির্দিষ্টভাবে গুলশান পাকা মার্কেটসহ ৬টি মার্কেটের ৯ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। কিন্তু আজও সবকিছু স্বাভাবিক চলছে। উল্টো মার্কেটের সামনে ঝুঁকিপূর্ণ পরিত্যাক্ত লেখা সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে।

[৫] গুলশান এক নম্বর পাকা মার্কেট। বেচাবিক্রি-মার্কেটে মানুষের আনাগোনা। সবকিছু স্বাভাবিক। বোঝার কোন উপায়ই নেই এই মার্কেট পরিত্যাক্ত-ঝুঁকিপূর্ণ। নেই কোন সতর্কবার্তাও।

[৬] এ ব্যাপারে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী বছরের শুরুতেই ভবন ভাঙ্গার কাজ শুরু করবো। পাশাপাশি অত্যাধুনিক মার্কেট নির্মাণ কাজও শুরু হবে।

[৭] এ বছরের শুরুতে এসব মার্কেটের জরাজীর্ণ অবকাঠামো বিক্রয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু করোনার কারণে তা বন্ধ হয়ে যায়।

[৮] ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগ জানায়, করোনা ছাড়াও কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাদের স্বার্থেই এসব মার্কেট অপসারণ এখন পর্যন্ত সম্ভব হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে আবার রানা প্লাজা ট্রাজেডির মতো ঘটনা ঘটতে পারে বলে আশংঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়