শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

তৌহিদুর রহমান : [২] জেলার আশুগঞ্জে কোহিনূর খানম নিতু (৩০) কে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার দুপুরে ঘাতক স্বামী মো. জুয়েল (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] উপজেলার চরচারতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জাবেদ মাহমুদ বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় নিহত কোহিনূরের বাবা বাদী হয়ে জুয়েলসহ চারজনকে আসামিকে থানায় হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিওিতে স্বামী জুয়েলকে গ্রেপ্তার  হয়েছে। বাকী ৩ জন আসামিকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পর আনা হয়েছিল। পরে মামলার আসামির প্রেক্ষিতে আদালতে পাঠানো হয়েছে। জুয়েলকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

[৪] উল্লেখ, বুধবার (১৮ নভেম্বর) রাতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী কোহিনূর খানম নিতু (৩০) কে স্বামী জুয়েল বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কুহিনূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি ও তার পরিবারের আরো তিন সদস্যকে আসামি করে কোহিনূরের বাবা আবুল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), ছোটভাই কামরুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়