শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ ফায়েজ আহমেদ: কেন পাহাড়িদের নিজেদের এলাকায় আলাদা অধিকার দিতে হবে?

সৈয়দ ফায়েজ আহমেদ : রোহিঙ্গা নারীদের ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে মিয়ানমারের এক জেনারেল বলেছিলেন, রোহিঙ্গারা অসুন্দর, আমাদের সু-পুরুষ সেনারা কোন দুঃখে তাদের ধর্ষণ করতে যাবে? আইরনী হচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের জন্য বাংলাদেশে কেঁদে ভাসানো একটা বড় অংশের লোক মনে করে, বাংলাদেশের সেনাবাহিনী, ঘি-মাখন খাওয়া বীর পুরুষেরা, ওইসব নাক- বোচা পাহাড়িদের ধর্ষণ করে এইগুলো বানানো কথা।

আবার বাংলাদেশের আরেক প্রতিবেশী ভারতের জাতীয়তাবাদীদের দাবি, কাশ্মীরে যে বছরের পর বছর ধরে সেনা মোতায়েন করা আছে সেটার কারণ কাশ্মীরিরা বিচ্ছিন্নতাবাদী, তারা পাকিস্তানের প্ররোচণায় দেশ ভাগ করতে চায়। একই রকম আইরনি হচ্ছে, কাশ্মীরিদের অধিকারে সোচ্চার এক বড় অংশের বাংলাদেশিদের দাবি হচ্ছে, বাংলাদেশের পার্বত্য চট্রগ্রামে বছরের পর বছর সেনা মোতায়েন করা আছে কারণ পার্বত্য জাতিগোষ্ঠীর লোকজন বিচ্ছিন্নতাবাদী, তারা ভারতের প্ররোচনায় দেশ ভাগ করতে চায়।

কাশ্মীরের সঙ্গে আরেকটা ব্যাপারও মেলে, কাশ্মীরিদের একটা জরুরি দাবি হচ্ছে, ওই বিশেষায়িত অঞ্চলে জমির মালিকানা ও ব্যবহারের অধিকার কাশ্মীরিদের থাকা উচিত। এই দাবির সঙ্গে একমত হওয়া অনেক বাংলাদেশিই আবার বলেন যে, পাহাড়ে কেন অন্য এলাকার মানুষ গিয়ে ইচ্ছামতো বাস করতে পারবে না। কেন পাহাড়িদের নিজেদের এলাকায় আলাদা অধিকার দিতে হবে? জাতীয়তাবাদ মানেই এমন আইরনিতে ভরা।

মূলত জাতীয়তাবাদ মানস হচ্ছে, আমার চেয়ে যারা দুর্বল, সংখ্যায় কম তাদের সঙ্গে ইচ্ছামতো চোটপাট করবো আর আমার চেয়ে শক্তিশালীরা এরকম চোটপাট করলে তখন মানবধিকার ফলাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়