শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার হয়ে ১০ বছর খেলা পেসার তিন অপরাধে দোষী সাব্যস্ত

স্পোর্টস ডেস্ক: [২] ক্রিকেট দুর্নীতির তিন অপরাধে দোষী সাব্যস্ত হলেন শ্রীলঙ্কার হয়ে এক সময় মাঠ কাঁপানো পেসার নুয়ান জয়সা। বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় জয়সার নিষেধাজ্ঞা বহাল থাকছে। - আইসিসি

[৩] ২০১৮ সালের নভেম্বরে জয়সার বিরুদ্ধে ক্রিকেট দুর্নীতির অভিযোগ ওঠে। তার মামলাটি শুনানির জন্য স্বাধীন এন্টি-করাপশন ট্রাইবুনালে পাঠানো হয়। শুনানির পর সবগুলো অপরাধেই দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার।

[৪] আইসিসি জানিয়েছে, অনুচ্ছেদ ২.১.১, ২.১.৪ এবং ২.৪.৪ তিনটি ধারায়ই দোষী সাব্যস্ত হয়েছেন জয়সা। যেখানে আছে ম্যাচের ফল, গতিপথ বা প্রকৃতি পরিবর্তনের চেষ্টায় কোনো চুক্তি করা বা চেষ্টা করা। আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুচ্ছেদ ২.১ ভঙ্গের চেষ্টা করা বা কাউকে উৎসাহিত করা। অথবা দুর্নীতি বিষয়ক কোনো প্রস্তাব গোপন করা কিংবা কমিটিকে বিস্তারিত না জানানো।

[৫] বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জয়সার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে আইসিসিতে। টি-টেন লিগে অংশ নিয়ে চারটি আইন ভঙ্গের জন্য তারা অভিযোগ দিয়েছে লঙ্কান এই সাবেক পেসারের বিরুদ্ধে। সেগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত দশ বছরে শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট এবং ৯৫টি ওয়ানডে খেলছেন জয়সা। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ১৭২টি। - আইসিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়