শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহরত বা আংশিক শুটিংয়ে শেষ হয়েছে যেসব ছবি

ইমরুল শাহেদ : একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে পরিচালকের অনেক দিনের ভাবনা, চিত্রনাট্যে তার এই ভাবনার প্রতিফলন এবং সামগ্রিক আয়োজনে নিখাঁদ শ্রম জড়িত থাকে। কিন্তু ছবিটি যখন মহরতেই শেষ হয়ে যায় তখন পরিচালকের দীর্ঘদিনের দেখা স্বপ্নভঙ্গ ঘটে পরিচালকের। তখন তিনি বিভ্রান্ত হয়ে দিক-বিদিক ছুটেন, আবার কেউ কেউ নতুন বিনিয়োগের পেছনে ছুটে চলেন। একজন পরিচালক বলেন, এভাবে অনেক ছবিই নির্মিত হয়নি। মহরত পর্যন্ত প্রযোজক অর্থলগ্নী করে পিছিয়ে গেছেন। আর্থিক সংকটের কারণে মাঝ পথে অনেক ছবি থেমে গেছে।

একজন লগ্নীকারক যখন চলচ্চিত্র নির্মাণের জন্য আসেন তখন একটি বাজেট তৈরি হয়। সেই বাজেট থেকে অনুমান করা যায় কত টাকা লাগতে পারে। কিন্তু সেটা মাথায় না রেখে যেসব প্রযোজকরা চলচ্চিত্র প্রযোজনা করতে আসেন, তখনই তারা বেকায়দায় পড়ে যান। আগে পেশাদার প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। তাদের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা তেমন একটা দেখা যায়নি। এখন নতুন যারা চলচ্চিত্র প্রযোজনায় আসছেন, তাদের বেশির ভাগেরই চলচ্চিত্র ব্যবসার ব্যাপারে কোনো ধারণা নেই। তারা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে অর্থ লেনদেন করেন।

লাভ-লোকসানের মুখও তাৎক্ষণিক দেখেন। কিন্তু চলচ্চিত্রে বিনিয়োগ হওয়া অর্থ ফেরত আসাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে চলচ্চিত্র গø্যামারের প্রতি আকৃষ্ট হয়ে আবেগ নিয়ে ছুটে আসেন, পরে কিছুদিনের মধ্যেই তারা বেগ হারিয়ে ফেলেন আবেগের। এই শ্রেণীর এক লগ্নীকারক কথা প্রসঙ্গে এই রিপোর্টারকে বলেন, দু’চার লাখ যা গেছে যাক, এই নিয়ে তার কোনো আফসোস নেই। তিনি একটি কাজ পেয়েছেন যেখান থেকে তিনি এর চারগুণ লাভ পাবেন। তাতে তার আর্থিক ক্ষতি পুষিয়ে যাবে। যেহেতু এসব প্রযোজকরা পেশাদার নয় সেহেতু তাদের কাছে চলচ্চিত্র নির্মাণ অনেকটা পুতুল খেলার মতো বা লাভ- লোকসান হিসাবের বিষয়। এই শ্রেণীর লগ্নীকারক দিয়ে চলচ্চিত্রশিল্পের কোনো উন্নতি হবে না।

চলচ্চিত্রশিল্পের বর্তমান দুর্দিনে প্রয়োজন আত্মাবিশ্বাসী, সাহসী এবং পেশাদারি মনোভাবের নির্মাতা। তাহলেই চলচ্চিত্র ব্যবসা তথা চলচ্চিত্র বিনোদন এগিয়ে যাবে। যেসব ছবি মহরতে শেষ হয়েছে বা নামেমাত্র কিছু শুটিং হয়েছে সেসবের মধ্যে কয়েকটি হচ্ছে- চাইলাম যারে পাইলাম তারে, মন খোঁজে বন্ধন, দেহ, ৬৯ পাতলা খান লেন, মায়ানগর, জলে ভাসা পদ্ম, জালালের পিতাগণ, না মানুষ, হাডসনের বন্দুক, মুন এভিনিউ, এই তুমি সেই তুমি, প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা, টাইম মেশিন, ফিল মাই লাভ, আসব না ফিরে, লাভ ইন কোরিয়া, কিস্তির জ্বালা, ভালোবাসার চাইতে একটু বেশি, বিচার আমি করব, লাইলী মজনু, আমার পিরানের কোনো মাপ নাই, আবার যোদ্ধা হব, তুমি সন্ধ্যারও মেঘমালা, প্রবাসীর প্রেম, সালাম মালয়েশিয়া, এলিয়েন এখন ঢাকায়, নষ্ট ছেলে, কেন আমি আসামি, বউ পাগল, কালো বিড়াল, পাগলের বিয়ে, মন যারে চায়, কাটা দাগ, মিশন সিআইডি, সাহসী কন্যা, নবীন কমিশনার, জনতার ডাক, নীলাঞ্জনা, সুন্দরী গুলবাহার, আদম, সবুজ কেন অপরাধী, আগুনমুখী, রক্তাক্ত প্রেম, প্রেমের নদী, নষ্ট হওয়ার কষ্ট, বিয়ে হলো বাসর হলো না, মধুর জীবন, না বলা ভালোবাসা, এইতো সময় ভালোবাসার, হ্যালো অমিত, পারলে ঠেকা, আগুনের চোখে প্রেম, অন্তরে অন্তরে, ভালো লাগার চেয়ে একটু বেশি, প্রেমের কাজল, প্রক্সি চেক, প্রজন্ম এক্স, কর্পূর, টাকার খেলা, ষোলো আনা প্রেম, নায়িকা, একা একা, আল্লাহ রাখলে মারে কে, যষ্টি মধু, বিন্দু বিন্দু ভালোবাসা, এক পলকে দেখা, জান্নাত থেকে জান্নাত, স্বজনহারা, আমরাও মানুষ, ভালোবাসা ছাড়া কেউ কী বাঁচে, মন আমার মন, প্রেমের অধিকার, দিঘি, প্রিয়া শুধু আমার, অফিসার, রঙিন পৃথিবী, তুমি কী আমার ভালোবাসা, জটিল বন্ধন, কানামাছি, শতরূপে শতবার, সবকিছু পিছনে ফেলে, নীল মেঘ, অন্যরকম প্রেমকাহিনী, পায়রা মহুয়া, আউলা মন, আদি, মায়া, রাঙামন, গ্রেফতার, এবার তো হবে প্রেম, মিলন সেতু, নাকফুল, মনের মাঝে ভালোবাসা, তোকে বউ বানাব, তোমার প্রেমে পড়েছি, সমসাময়িক, অনেক দৃষ্টি কেড়ে তুমি এলে, অসম প্রেম, কাটপিছ ইত্যাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়