শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে হোটেল লেকশোর থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ

সুজন কৈরী: চলতি বছরের ভ্যাট পরিশোধ না করায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। এ সময় বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‍্যাবের সহযোগিতায় ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। মদগুলো আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানকালে হোটেল প্রাঙ্গন থেকে আবাসিক সেবা বিক্রয়ে প্রকৃত হিসাব উদ্ধার করেছে অভিযান পারিচালনাকারী কর্মকর্তারা। এতে প্রাথমিকভাবে ২০১৯ সালে হোটেল কর্তৃপক্ষের দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নের সাথে ব্যাপক গরমিল পেয়েছেন কর্মকর্তা। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে। উদ্ধার করা তথ্য বলছে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করলেও লেকশোর কর্তৃপক্ষ তা সরকারি কোষাগারে জমা দেয়নি।

এছাড়া লেকশোর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভ্যাট রিটার্ন দেয়া থেকে বিরত আছে। তারা গত ১০ মাসে কোনও ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুযায়ী প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। হোটেল প্রাঙ্গন থেকে উদ্ধার হওয়া তথ্যাদি আড়াআি যাচাই করে ভ্যাট ফাঁকির হিসাব বের করা হবে।

এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়