শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে হোটেল লেকশোর থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ

সুজন কৈরী: চলতি বছরের ভ্যাট পরিশোধ না করায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। এ সময় বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‍্যাবের সহযোগিতায় ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। মদগুলো আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানকালে হোটেল প্রাঙ্গন থেকে আবাসিক সেবা বিক্রয়ে প্রকৃত হিসাব উদ্ধার করেছে অভিযান পারিচালনাকারী কর্মকর্তারা। এতে প্রাথমিকভাবে ২০১৯ সালে হোটেল কর্তৃপক্ষের দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নের সাথে ব্যাপক গরমিল পেয়েছেন কর্মকর্তা। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে। উদ্ধার করা তথ্য বলছে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করলেও লেকশোর কর্তৃপক্ষ তা সরকারি কোষাগারে জমা দেয়নি।

এছাড়া লেকশোর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভ্যাট রিটার্ন দেয়া থেকে বিরত আছে। তারা গত ১০ মাসে কোনও ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুযায়ী প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। হোটেল প্রাঙ্গন থেকে উদ্ধার হওয়া তথ্যাদি আড়াআি যাচাই করে ভ্যাট ফাঁকির হিসাব বের করা হবে।

এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়