শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে হোটেল লেকশোর থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ

সুজন কৈরী: চলতি বছরের ভ্যাট পরিশোধ না করায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম। এ সময় বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন ও বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‍্যাবের সহযোগিতায় ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। মদগুলো আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানকালে হোটেল প্রাঙ্গন থেকে আবাসিক সেবা বিক্রয়ে প্রকৃত হিসাব উদ্ধার করেছে অভিযান পারিচালনাকারী কর্মকর্তারা। এতে প্রাথমিকভাবে ২০১৯ সালে হোটেল কর্তৃপক্ষের দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নের সাথে ব্যাপক গরমিল পেয়েছেন কর্মকর্তা। হোটেল কর্তৃপক্ষ প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে। উদ্ধার করা তথ্য বলছে, ক্রেতার কাছ থেকে ভ্যাট সংগ্রহ করলেও লেকশোর কর্তৃপক্ষ তা সরকারি কোষাগারে জমা দেয়নি।

এছাড়া লেকশোর চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভ্যাট রিটার্ন দেয়া থেকে বিরত আছে। তারা গত ১০ মাসে কোনও ভ্যাট পরিশোধ করেনি। আইন অনুযায়ী প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। হোটেল প্রাঙ্গন থেকে উদ্ধার হওয়া তথ্যাদি আড়াআি যাচাই করে ভ্যাট ফাঁকির হিসাব বের করা হবে।

এ বিষয়ে আরও তদন্ত করা হবে এবং ভ্যাট আইন ও অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়