শিরোনাম
◈ প্রথম শ্রেণি ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল পাকিস্তানে ◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরোজ আহমেদ: ‘দড়ি ধরে টান’ মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন

ফিরোজ আহমেদ: ১৯৮১ সালে একবার বিটিভিতে ‘হীরক রাজার দেশে’ দেখানো হয়েছিলো। তখন তো আটটায় রাতের খাওয়া, অনতিবিলম্বে ঘুম। অত রাত পর্যন্ত জেগে পুরোটা দেখতে পারিনি, যেটুকু দেখেছি, তারও কিছু বুঝিনি। আমার বড় বোন এবং বড় ভাই তারা দুজন ঠিকই জেগে ছিলো। এর অজস্র ছন্দোবদ্ধ পদ পরদিন শুনতে শুনতে না দেখতে পারার ঈর্ষায় কাতর হচ্ছিলাম। কিন্তু পরদিন না শুধু, বিস্মৃত হতে হতে বহুদিন টিকে ছিলো দুটো পঙক্তি, আমার ভাইয়ের কল্যাণে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান্ খান্! জানি না সে কী ভেবে এই কথাটা বারবার আওড়াতো। অধিকাংশ ক্ষেত্রেই আপাত দৃশ্যে অসম্পর্কিত স্থানগুলোতেই ছড়াটা বলা হতো। রাস্তায় যেতে যেতে অপরিচিত বাড়ির বরই গাছে ঢিল ছোড়ার সময়, কারো মাথায় চাঁটি মেরে দৌড় দেওয়ার সময়, খুব মজার কিছু ঘটতে যাচ্ছে এমন আনন্দের সময়ে, মোট কথা যে কোনো রোমাঞ্চকর কাজের সূত্রপাতে এই ছড়াটা তার বেশ প্রিয় ছিলো, বহুদিন।

হয়তো সে তার বালকসুলভ সকল দুষ্টুমির অনুপ্রেরণার উৎস হিসেবেই এই ছড়াটাকে পেয়েছিলো। হীরক রাজার দেশে ছবিটাতে এতো এতো সব দারুণ পঙক্তি আছে। কিন্তু শুধু এই কারণেই আমার ছেলেবেলার অন্যতম স্মৃতি হিসেবে টিকে আছে দড়ি ধরে টান মারার সেই আহ্। বড় হয়ে দেখেছি এই ছবিটার কথা বারবার শুনতে হয়েছে আনু মুহাম্মদের কল্যাণে। উপযুক্ত প্রেক্ষিত পেলেই তিনি আওড়ান, বাকি থাকা খাজনা মোটেও ভালো কাজ না, ‘ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই’। হীরক রাজার দেশের স্রষ্টা সত্যজিৎ-এর মতোই সৌমিত্রের কাছেও আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, দড়ি ধরে টান মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়