শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরোজ আহমেদ: ‘দড়ি ধরে টান’ মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন

ফিরোজ আহমেদ: ১৯৮১ সালে একবার বিটিভিতে ‘হীরক রাজার দেশে’ দেখানো হয়েছিলো। তখন তো আটটায় রাতের খাওয়া, অনতিবিলম্বে ঘুম। অত রাত পর্যন্ত জেগে পুরোটা দেখতে পারিনি, যেটুকু দেখেছি, তারও কিছু বুঝিনি। আমার বড় বোন এবং বড় ভাই তারা দুজন ঠিকই জেগে ছিলো। এর অজস্র ছন্দোবদ্ধ পদ পরদিন শুনতে শুনতে না দেখতে পারার ঈর্ষায় কাতর হচ্ছিলাম। কিন্তু পরদিন না শুধু, বিস্মৃত হতে হতে বহুদিন টিকে ছিলো দুটো পঙক্তি, আমার ভাইয়ের কল্যাণে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান্ খান্! জানি না সে কী ভেবে এই কথাটা বারবার আওড়াতো। অধিকাংশ ক্ষেত্রেই আপাত দৃশ্যে অসম্পর্কিত স্থানগুলোতেই ছড়াটা বলা হতো। রাস্তায় যেতে যেতে অপরিচিত বাড়ির বরই গাছে ঢিল ছোড়ার সময়, কারো মাথায় চাঁটি মেরে দৌড় দেওয়ার সময়, খুব মজার কিছু ঘটতে যাচ্ছে এমন আনন্দের সময়ে, মোট কথা যে কোনো রোমাঞ্চকর কাজের সূত্রপাতে এই ছড়াটা তার বেশ প্রিয় ছিলো, বহুদিন।

হয়তো সে তার বালকসুলভ সকল দুষ্টুমির অনুপ্রেরণার উৎস হিসেবেই এই ছড়াটাকে পেয়েছিলো। হীরক রাজার দেশে ছবিটাতে এতো এতো সব দারুণ পঙক্তি আছে। কিন্তু শুধু এই কারণেই আমার ছেলেবেলার অন্যতম স্মৃতি হিসেবে টিকে আছে দড়ি ধরে টান মারার সেই আহ্। বড় হয়ে দেখেছি এই ছবিটার কথা বারবার শুনতে হয়েছে আনু মুহাম্মদের কল্যাণে। উপযুক্ত প্রেক্ষিত পেলেই তিনি আওড়ান, বাকি থাকা খাজনা মোটেও ভালো কাজ না, ‘ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই’। হীরক রাজার দেশের স্রষ্টা সত্যজিৎ-এর মতোই সৌমিত্রের কাছেও আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, দড়ি ধরে টান মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়