শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরোজ আহমেদ: ‘দড়ি ধরে টান’ মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন

ফিরোজ আহমেদ: ১৯৮১ সালে একবার বিটিভিতে ‘হীরক রাজার দেশে’ দেখানো হয়েছিলো। তখন তো আটটায় রাতের খাওয়া, অনতিবিলম্বে ঘুম। অত রাত পর্যন্ত জেগে পুরোটা দেখতে পারিনি, যেটুকু দেখেছি, তারও কিছু বুঝিনি। আমার বড় বোন এবং বড় ভাই তারা দুজন ঠিকই জেগে ছিলো। এর অজস্র ছন্দোবদ্ধ পদ পরদিন শুনতে শুনতে না দেখতে পারার ঈর্ষায় কাতর হচ্ছিলাম। কিন্তু পরদিন না শুধু, বিস্মৃত হতে হতে বহুদিন টিকে ছিলো দুটো পঙক্তি, আমার ভাইয়ের কল্যাণে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান্ খান্! জানি না সে কী ভেবে এই কথাটা বারবার আওড়াতো। অধিকাংশ ক্ষেত্রেই আপাত দৃশ্যে অসম্পর্কিত স্থানগুলোতেই ছড়াটা বলা হতো। রাস্তায় যেতে যেতে অপরিচিত বাড়ির বরই গাছে ঢিল ছোড়ার সময়, কারো মাথায় চাঁটি মেরে দৌড় দেওয়ার সময়, খুব মজার কিছু ঘটতে যাচ্ছে এমন আনন্দের সময়ে, মোট কথা যে কোনো রোমাঞ্চকর কাজের সূত্রপাতে এই ছড়াটা তার বেশ প্রিয় ছিলো, বহুদিন।

হয়তো সে তার বালকসুলভ সকল দুষ্টুমির অনুপ্রেরণার উৎস হিসেবেই এই ছড়াটাকে পেয়েছিলো। হীরক রাজার দেশে ছবিটাতে এতো এতো সব দারুণ পঙক্তি আছে। কিন্তু শুধু এই কারণেই আমার ছেলেবেলার অন্যতম স্মৃতি হিসেবে টিকে আছে দড়ি ধরে টান মারার সেই আহ্। বড় হয়ে দেখেছি এই ছবিটার কথা বারবার শুনতে হয়েছে আনু মুহাম্মদের কল্যাণে। উপযুক্ত প্রেক্ষিত পেলেই তিনি আওড়ান, বাকি থাকা খাজনা মোটেও ভালো কাজ না, ‘ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই’। হীরক রাজার দেশের স্রষ্টা সত্যজিৎ-এর মতোই সৌমিত্রের কাছেও আমি আজীবন কৃতজ্ঞ থাকবো, দড়ি ধরে টান মারার আহ্বানটাকে সৌমিত্র অমর বানিয়ে রেখেছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়