শিরোনাম
◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে লঞ্চের ছাদে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ

ডেস্ক রিপোর্ট: ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদে অজ্ঞাতপরিচয় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলানিউজ২৪

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩টার দিকে লঞ্চটি ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে।

লঞ্চ কর্তৃপক্ষ, দায়িত্বে থাকা আনসার ও নৌপুলিশ জানায়, লঞ্চটি ঘাটে ভেড়ার পরে যাত্রী নামিয়ে দিয়ে সকাল ৬টার দিকে লঞ্চ ধোয়া-মোছার কাজ শুরু করে স্টাফরা। এ সময় তারা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে খবর দেয়। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে আসে।

সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ছাদে যাত্রী উঠা নিষেধ। এজন্য ছাদে উঠার গেটও বন্ধ রাখা হয়। কিন্তু ওই যুবক কিভাবে ছাদে উঠলো তা জানা যায়নি।

বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তার ক্লু উদঘাটন হয়নি। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তে বাকি তথ্য জানা যাবে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রহস্য উদঘাটনে সিসি ক্যামেরার ফুটেজের সহযোগিতা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়