শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, তা প্রমাণ করলাম: প্রধানমন্ত্রী

ইসমাঈল ইমু: [২] শেখ হাসিনা বলেন, একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার। এক সময় বাংলাদেশে জাহাজশিল্প ছিল। তারা এখান থেকে জাহাজ রফতানি করতো।

[৩] প্রধানমন্ত্রী বলেন, ওই কথা চিন্তা করে আমি তখন বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়েছিলাম। এটা সম্পূর্ণ তাদের হাতে। কাজেই আজকে সেখানে আমাদের জাহাজগুলো তৈরি করতে পারছি। আজকে নিজেদের কাজে লাগলো, আগামীতে আমরা রফতানিও করবো ইনশাল্লাহ।

[৪] গত ১২ বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারে ৫৫টি জাহাজ ও জলযান নির্মাণ করা হয়েছে। নিজস্ব প্রশিক্ষণ বেইস নির্মাণ করা হয়েছে। ৯৬ সালে সরকারে আসার পর কোস্টগার্ডের অবকাঠামোগত উন্নয়নে কাজ করি। ২৭টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারসহ ৫৫টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

[৫] তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা দেশ ও দেশের মানুষের অধিকারের কথা কখনও বলেনি। আমরা যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়ার সরকারের কথা বলি, যার কথাই বলি, একজনও মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে, সেই অধিকারের কথাটা কখনও তারা উল্লেখ করেনি।

[৫] রোববার সকালে বাংলাদশে কোস্টর্গাডরে দুইটি অফশোর প্যাট্রল ভসেলে (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রল ভসেলে (আইপিভি), দুইটি ফাস্ট প্যাট্রল বোট (এফপিভি) ও বসিজিি বেইস ভোলা-এর কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলনে। অনুষ্ঠানে গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ড বার্থ প্রান্তে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়