ইসমাঈল ইমু: [২] কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) ড. শ্যামল কান্তি চৌধুরী সম্প্রতি টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
[৩] মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দুরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সসহ সিজিডিএফ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জন্মস্থান পরিদর্শন করেন।