স্বপন দেব : [২] ‘মুজিববর্ষে বাংলার মাটিতে একটি মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদ এলাকায় ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন গৃহের কাজের উদ্ধোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
[৩] শুক্রবার(১৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে মোহাজেরাবাদ গ্রামে ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেন
[৪] এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), নেছার উদ্দিনসহ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।