শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠাচ্ছে মালদ্বীপ

মাছুম বিল্লাহ: [২] মালদ্বীপ সরকার ১৫ হাজারের বেশি কাগজপত্রবিহীন বিদেশীকে দেশে ফেরত পাঠাচ্ছে। এদের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি বলে জানাগেছে।

[৩] শনিবার রাতে মালদ্বীপের রাজি টিভি’র ‘ফালা সুরখি’ অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী মরিয়ম নাজিমা জানান যে এটা ‘স্বেচ্ছায় ফিরে যাওয়া’। তবে তিনি প্রকৃত সংখ্যাটি প্রকাশ করেননি।

[৪] নাজিমা জানান, এ কাজে সরকার বাধার সম্মুখিন হচ্ছে কারণ বেশিরভাগ অভিবাসীর প্রয়োজনীয় কাগজপত্র নেই। করোনার সময়ে ভ্রমণের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন যে সপ্তাহে এ রকম একটি মাত্র ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে।

[৫] তিনি উল্লেখ করেন, যারা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নাম লিখিয়েছে তাদের বেশিরভাগ বাংলাদেশি নাগরিক। যেসব ফ্লাইট প্রতিবেশি দেশগুলো হয়ে যাচ্ছে সেগুলোর মাধ্যমে কাউকে কাউকে পাঠানো হচ্ছে।

[৬] মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় স্বেচ্ছায় ফিরে যাওয়া কর্মসূচি গ্রহণ করে মালে সরকার।

[৭] এছাড়া অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়মিতকরণ কর্মসূচিও গ্রহণ করেছে। এর মাধ্যমে কাগজপত্রবিহীন শ্রমিকদের সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই কর্মসূচি শুরু হয়।

[৮] নাজিমা জানান, নিয়মিত হওয়ার জন্য ৪০ হাজারের বেশি মানুষ নাম লেখালেও এ পর্যন্ত ৫,০০০ নিয়মিত হয়েছে। প্রক্রিয়াগত বিলম্ব ছাড়াও মহামারির কারণে কাজ বাধাগ্রস্ত হয় বলে উল্লেখ করেন তিনি।

[৯] মালদ্বীপ সরকারের হিসাব মতে দেশটিতে ১৪৪,৬০৭ জন বিদেশী শ্রমিক রয়েছে। এদের মধ্যে ৬০ হাজারের বেশি কাগজপত্রবিহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়