শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠাচ্ছে মালদ্বীপ

মাছুম বিল্লাহ: [২] মালদ্বীপ সরকার ১৫ হাজারের বেশি কাগজপত্রবিহীন বিদেশীকে দেশে ফেরত পাঠাচ্ছে। এদের মধ্যে এক হাজারের বেশি বাংলাদেশি বলে জানাগেছে।

[৩] শনিবার রাতে মালদ্বীপের রাজি টিভি’র ‘ফালা সুরখি’ অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী মরিয়ম নাজিমা জানান যে এটা ‘স্বেচ্ছায় ফিরে যাওয়া’। তবে তিনি প্রকৃত সংখ্যাটি প্রকাশ করেননি।

[৪] নাজিমা জানান, এ কাজে সরকার বাধার সম্মুখিন হচ্ছে কারণ বেশিরভাগ অভিবাসীর প্রয়োজনীয় কাগজপত্র নেই। করোনার সময়ে ভ্রমণের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন যে সপ্তাহে এ রকম একটি মাত্র ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে।

[৫] তিনি উল্লেখ করেন, যারা স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নাম লিখিয়েছে তাদের বেশিরভাগ বাংলাদেশি নাগরিক। যেসব ফ্লাইট প্রতিবেশি দেশগুলো হয়ে যাচ্ছে সেগুলোর মাধ্যমে কাউকে কাউকে পাঠানো হচ্ছে।

[৬] মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় স্বেচ্ছায় ফিরে যাওয়া কর্মসূচি গ্রহণ করে মালে সরকার।

[৭] এছাড়া অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়মিতকরণ কর্মসূচিও গ্রহণ করেছে। এর মাধ্যমে কাগজপত্রবিহীন শ্রমিকদের সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই কর্মসূচি শুরু হয়।

[৮] নাজিমা জানান, নিয়মিত হওয়ার জন্য ৪০ হাজারের বেশি মানুষ নাম লেখালেও এ পর্যন্ত ৫,০০০ নিয়মিত হয়েছে। প্রক্রিয়াগত বিলম্ব ছাড়াও মহামারির কারণে কাজ বাধাগ্রস্ত হয় বলে উল্লেখ করেন তিনি।

[৯] মালদ্বীপ সরকারের হিসাব মতে দেশটিতে ১৪৪,৬০৭ জন বিদেশী শ্রমিক রয়েছে। এদের মধ্যে ৬০ হাজারের বেশি কাগজপত্রবিহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়