ডেস্ক রিপোর্ট: বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ৮ হাজার ২শ'জনের বেশি। এনিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু ১২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
একদিনে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫ লাখ। মোট শনাক্ত চার কোটি ৭৮ লাখ ৫০ হাজারের বেশি।
এরমধ্যে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়ে ৯৪ হাজারের বেশি। মোট শনাক্ত প্রায় ৯৭ লাখ। নতুন ১২শ'সহ দেশটিতে মোট মৃত্যু দুই লাখ ৩৮ হাজারের বেশি। এদিকে, যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। গত সপ্তাহে ৬১ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ইউরোপের দেশগুলোতে বাড়চে করোনার সংক্রমণ। বিদেশি ভ্রমণ ও সামাজিক জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস। ইরানেও বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত ঞয়েছে ৮ হাজার ৯শ।এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন সংক্রমিতদের মধ্যে বেশিরভাগই তরুণ।
সূত্র : ডিবিসি নিউজ