শিরোনাম
◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার দফা দাবি আদায়ে মেডিকেল শিক্ষার্থীদের কাকলি-মহাখালী সড়ক অবরোধ

শরীফ শাওন: [২] আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, করোনাকালে এমবিবিএস ও বিডিএস কোর্সের সশরীরে পরীক্ষা গ্রহণ বন্ধ করতে হবে। সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ নিশ্চিত করতে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। সরকার নির্ধারিত ৬০ মাসের বেশি বেতন আদায় করা যাবে না। প্রতিষ্ঠান থেকে বন্ডসই দিয়ে পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করা যাবে না।

[৩] মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা এসকল দাবি জানান।

[৪] দাবি আদায়ে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কাকলি ও মহাখালী প্রধান সড়ক অবরোধ করেন। থেমে থেমে যাত্রীরা হর্ণ বাজিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। শিক্ষার্থীদের দাবি, অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন পারাপারে আমরা সহায়তা করেছি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দাবি মানার আশ্বাসে দুপুর ২টায় কর্মসূচি স্থগিত করা হয়।

[৫] শিক্ষার্থীরা জানান, সকাল ৮টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাত করতে চাইলে তিনি রাজি হননি এবং প্রশাসন দিয়ে সেখান থেকে আমাদের তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে কাকলি-মহাখালিতে বিক্ষোভ শুরু হলে অধিদপ্তরের একজন প্রতিনিধি এসে আশ্বাস দেন, তবে লিখিত চাইলে তিনি ফিরে যান। সকাল ১১টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মহাপরিচালকের সঙ্গে আলোচনা বসলেও সুফল মেলেনি।

[৬] তারা বলেন, অধিদপ্তর থেকে দাবি মানা এবং ৮ নভেম্বর লিখিত আকারে নির্দেশনা দেয়ার আশ্বাসে দুপুর ২টায় আন্দোলন স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময়ে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়