শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদে মিলাদুন্নবীতে হযরত বাল মসজিদে যেতে ফারুক আবদুল্লাকে বাধা

রাশিদুল ইসলাম : [২] ভারতে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে প্রশাসনের লোকজন বাধা দেয়ায় তিনি প্রার্থনাসভা যোগ দিতে পারেননি। ফারুকের দল ন্যাশনাল কনফারেন্স থেকে টুইট করে এ দাবি ও ঘটনার নিন্দা করে বলা হয়েছে প্রশাসন ফারুকের প্রার্থনা করার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করেছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] টুইটে লেখা হয়েছে, ফারুকের বাড়ি ‘ব্লক’ করে দিয়েছে প্রশাসন। তিনি দরগা হজরতবালে প্রার্থনা করতে যাচ্ছিলেন। তাকে আটকানো হয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ওই ঘটনার নিন্দা করে টুইটে বলেছেন, ভারত সরকার আতংকিত। সেজন্যই ফারুক সাহেবকে হজরতবাল দরগায় প্রার্থনা করতে যেতে দেয়নি।

[৪] কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে গতবছর ৫ আগস্ট গৃহবন্দি করা হয় ফারুক আবদুল্লাকে। সেইসঙ্গে গৃহবন্দি বা সতর্কতামূলক গ্রেফতার করা হয় কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি-সহ কয়েকশ রাজনৈতিক নেতাকর্মীকে। মার্চে ফারুককে মুক্তি দেওয়া হয়।

[৬] গত বছর শীতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদেশি প্রতিনিধিরা কাশ্মীরে যান কিন্তু ফারুকের সঙ্গে দেখা করতে পারেননি। বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, ভারতে এমন গণতন্ত্র কায়েম হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন অথচ সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়।

[৭] জেল থেকে ছাড়া পাওয়ার পরে ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ৮২ বছর বয়সী ফারুককে সাত ঘণ্টা জেরার পর তিনি বলেছেন, আমি আদৌ উদ্বিগ্ন নই। কেন উদ্বিগ্ন হব? দুঃখের কথা একটাই। জেরার জন্য আমি লাঞ্চ করতে পারিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়