শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকটে সমাধানসূত্র রাসুলের জীবনাদর্শ

ধর্ম ডেস্ক: ১২ রবিউল আউয়াল। ইসলামী চিন্তাবিদরা মনে করেন, দেড় হাজার বছর আগে ঘোর অন্ধকার যুগে এ তারিখেই পৃথিবীতে জন্ম নেন শ্রেষ্ঠ মানব ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানের সংঘাতময় পৃথিবীতেও রাসূলের জীবনাদর্শ যেকোনো সংকটের সমাধানসূত্র হতে পারে বলেও, মনে করেন তারা। রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে আলোচনা, দরূদ ও জিকির আসকারের মাধ্যমে দিনটি অতিবাহিত করছে মুসলিম বিশ্ব। সময় টিভি

বর্বর বেদুঈনদের সময়টা ঘোর অন্ধকার। গোত্র সম্মান যাবে, এ ভয়ে বালুর বুকে নিজ কন্যাকে পুঁতে রেখে আসতো পৌত্তলিক পিতা। গোষ্ঠীগত সংঘাত, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রতিশোধের রক্ত, খুনোখুনি, অভাব, জীর্ণতা কিংবা দাসের জীবন। তপ্ত মরুর বুকজুড়ে তখন অজ্ঞতা-মুর্খতার গাঢ় অন্ধকার-আইয়ামে জাহেলিয়া।

১৪৫০ বছর আগের এক ১২ রবিউল আউয়াল। অমানিশায় ঘেরা আরবের বুকে যেন সত্য, সুন্দরের এক কুসুম সকাল। মা আমিনার কোলজুড়ে এলেন শিশু মুহাম্মদ (সাঃ)।

ইসলামী চিন্তাবিদরা বলছেন, নবী মুহাম্মদ (সাঃ) একাধারে ছিলেন এক আদর্শ পিতা, সমাজ সংস্কারক, সমরবিদ কিংবা রাষ্ট্রনায়ক। তার জীবনাদর্শ সমস্যাসংকুল এ সময়েরও জন্যও সমানভাবে যৌক্তিক ও প্রাসঙ্গিক।

জাতীয় মসজিদ বায়তুল মোকারারমের সিনিয়র পেস ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান বলেন, তার আমল, আখলাক, আদর্শ আমাদেরকে জানতে হবে। সেভাবে জীবন গড়তে হবে। রবিউল আওয়াল আসলে আমরা সে কাজটি করে থাকি। তবে পন্থা বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। কেউ সেমিনার, মাহফিল বা লেখনির মাধ্যমে করে থাকে।

ব্যক্তিজীবনে কঠোরভাবে রাসুল (সাঃ) এর অনুসরণ, ঈদে মিল্লাদুন্নবীর সবচেয়ে বড় শিক্ষা বলে উল্লেখ করেন ইসলামী চিন্তাবিদরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়