ইমরুল শাহেদ : [২] ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের বৃহস্পতিবার এ কথা বলেছেন ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মামলার শুনানি এখন দ্বিতীয় স্তরে রয়েছে। পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি। পিএমএল-এন প্রধানকে ফিরিয়ে আনার জন্য হাতে যথেষ্ট সময় আছে। এক্সপ্রেস ট্রিবিউন, দি ওয়ার্ল্ড নিউজ
[৩] কয়েকদিন আগে ফাওয়াদ চৌধুরী বলেছেন, নওয়াজ শরীফকে ১৫ জানুয়ারির মধ্যে পাকিস্তান ফিরিয়ে আনা হবে।
[৪] তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, যুক্তরাজ্যের বিচার ব্যবস্থা অবশ্যই পাকিস্তানের বিচার ব্যবস্থাকে সম্মান করবে। তিনি বলেন, ‘নওয়াজ শরীফ খুব শিগগিরই পাকিস্তান ফিরে আসবেন। আমি মনে করি নওয়াজকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী লÐন যেতে হতে পারে।’
[৫] ফাওয়াদ বলেন, বিরোধীদের কথা বলার সুযোগ দিয়েছে সরর্কা। কিন্তু তারা সব বিষয়কেই রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে।
[৬] তিনি বলেন, কেউ প্রধানমন্ত্রীকে বø্যাকমেল করতে পারবেন না। দেশের মানুষ নওয়াজ শরীফ, তার কন্যা মরিয়ম নেওয়াজ ও বিলওয়াল ভূট্টোকে প্রত্যাখান করেছে। তিনি নওয়াজ শরীফকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেন।