শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নটরডেম পরিদর্শন মাখোঁর, সেনা বাড়িয়ে সর্বোচ্চ সতর্কতা জারি

ডেস্ক রিপোর্ট: নটরডেম গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে ফ্রান্সের নিস শহরে। মোতায়েন করা হচ্ছে বাড়তি ৪ হাজার সেনা। ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে ঘটনাটিকে উন্মত্ত ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেছেন, ‘ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না। নিজেদের মূল্যবোধও বিসর্জন দেবে না।’

গতকাল বৃহস্পতিবার নিস শহরে ছুরি হামলা চালিয়ে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এ হামলায় গির্জায় আসা আরও দুইজন নিহত হন। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গুলি করার পর তাকে আটক করেছে।

নটরডেম গির্জার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাখোঁ। পরে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা যদি আরও একবার হামলার শিকার হই, তাহলে তা আমাদের মূল্যবোধ: স্বাধীনতা, স্বাধীন বিশ্বাস এবং সন্ত্রাসের কাছে মাথা নত না করার জন্যই হবো। আজ আমি আবার পরিষ্কার করে বলছি, আমরা কোনো কিছুতেই আত্মসমর্পণ করব না।’

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ধরনের হামলার মুখে ফ্রান্সকে একতাবদ্ধ হতে বলেছেন মাখোঁ। জনগণকে কোনোরকম বিভক্তির কাছে নতি স্বীকার না করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি আরও জানিয়েছে, ঘটনার কয়েকঘণ্টার মধ্যে হামলার তদন্ত শুরু হয়। জাতীয় নিরাপত্তা সতর্কতার মাত্রাও সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে দেশজুড়ে জনসমাগম এলাকাগুলোর সুরক্ষায় মোতায়েন করা সেনাসংখ্যা ৩ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইউসাওয়ি। এই তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনাভাইরাস মোকাবেলা বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইতালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এ মাসে সে ফ্রান্সে পৌঁছায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়