শরীফ শাওন: [২] নওফেল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) গণশুনানির নির্দেশনা দেওয়া হয়নি।
[৩] তিনি বলেন, ইউজিসির তদন্ত প্রক্রিয়ার নির্ধারিত আইনে গণশুনানির এখতিয়ার আছে তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দেখবো। প্রক্রিয়া না মেনে গণশুনানি হলে তদন্ত প্রশ্নবিদ্ধ হয়।
[৪] বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।
[৫] উপমন্ত্রী বলেন, রাবি উপাচার্যের বিরুদ্ধে আনিত অভিযোগ ইউজিসিকে তদন্ত করতে বলা হয়েছে। তবে সেই প্রতিবেদন এখনো আমরা পাইনি।