শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০১:০৫ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কাশিমপুর করাগারে মিন্নি

মিলটন খন্দকার ও সাগর আকন :[২] বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিন্নিকে নিয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার এসে পৌঁছায়।

[৪] কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া আক্তার মুক্তি জানান, বরগুনায় আলোচিত ঘটনা রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তাকে বরগুনা কারাগারে রাখা হয়।

[৫] বরগুনার জেলসুপার মো. আনোয়ার হোসেন বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

[৬] এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ বন্দি এখনও বরগুনা জেলা কারাগারে আছেন বলেও জানান আনোয়ার হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়