শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত অপরাজিতা আঢ্য, সংক্রমণ পরিবারেও

বিনোদন ডেস্ক: এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। করোনা সংক্রমণ ছড়িয়েছে তার পরিবারেও। আক্রান্ত হয়েছেন শাশুড়িসহ তার একাধিক পরিজন। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শারদীয় দুর্গাপূজার শুরুতেই তিনি করোনা আক্রান্ত হন। প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপূজা করেন অপরাজিতা। তবে এবার লক্ষ্মীপূজার ঠিক আগেই ভাইরাসে আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাকে দূরে থাকতে হবে।

অপরাজিতা আঢ্য গণমাধ্যমকে বলেছেন, আমি এখন ঠিক আছি। কিছুদিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, করোনা থেকে দূরে থাকতেই শ্যুটিংয়ে আসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে জীবন, কাজের গতি স্তব্ধ হয়ে যাবে! তাই স্বামীর সঙ্গে আলোচনা করেই শ্যুটে ফেরেন তিনি।

এই মুহূর্তে অপরাজিতা স্টার জলসার দুটি রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যীশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত। প্রথম শো-এ তার সঙ্গে রয়েছে শিশুশিল্পী রক্তিম সামন্ত। দ্বিতীয়টিতে রজতাভ দত্ত, অঙ্কুশ হাজরার সঙ্গে তিনিও বিচারকের আসনে।

এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেতা-অভিনেত্রী ও সিনেজগতের কুশীলবদের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা থেকেও সেরে উঠলেও তিনি অন্যান্য সমস্যা থাকায় এখনও হাসপাতালে রয়েছেন।

কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছেন। অবশ্য করোনা জয় করে তারা সুস্থও হয়ে উঠেছেন এবং কাজ শুরু করেছেন। টেলিভিশনের শিল্পীদেরও অনেকে আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ এ।

বড় পর্দার অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শ্যুটিং ফ্লোরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়