শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ 

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিত শর্মার চোট নিয়ে স্বচ্ছতা চাইলেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: [২] হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতের কোন সংস্করণের দলেই রাখা হয়নি রোহিত শর্মাকে। স্বাভাবিক কারণে তার এবারের আইপিএল মিশনও শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে নেটে ব্যাট করতে দেখা যাওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা।

[৩] ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এবারের আইপিএলে নাকি পরের ম্যাচগুলোতে খেলতেও পারেন রোহিত! কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার এসবের কোন মানেই খুঁজে পাচ্ছেন না।

[৪] তিন সংস্করণে পূর্নাঙ্গ সিরিজ খেলতে আইপিএলের পর পরই অস্ট্রেলিয়া যাবে ভারত দল। তবে সিরিজ শুরু হবে নভেম্বরের শেষ দিকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের শেষে টেস্টের জন্য পাওয়া যাবে আরও সময়।

[৫] করোনাভাইরাসের কারণেই এত আগেভাগে দল দিতে হয়েছে ভারতকে। সেই দলে রাখা হয়নি চোটগ্রস্থ রোহিত শর্মা ও ইশান্ত শর্মাকে। তবে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, তাদের চোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে দলে নেওয়াও হতে পারে।

[৬] প্রশ্ন উঠেছে, দেড় মাস পরের সিরিজে খেলা নিয়ে যেখানে সংশয়, সেখানে আইপিএলে খেলবেন কি করে রোহিত। গত ১৮ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জবের বিপক্ষে বা পায়ের পেশিতে টান পড়ে আর পরের ম্যাচগুলোতে ছিলেন না রোহিত। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন কাইরন পোলার্ড।

[৭] কিন্তু রোহিতকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়নি মুম্বাই। এমনকি নেটেও ব্যাট করছেন তিনি। সব মিলিয়ে চলছে প্রচণ্ড অস্পষ্টতা। যা একেবারেই পছন্দ হচ্ছে না গাভাস্কারের, স্টার স্পোর্টসের আলাপে জানিয়েছেন নিজের বিস্ময়, ‘আমি জানি না(কি হচ্ছে)।

[৮] আমি তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে অনুশীলন করতে দেখলাম। কাজেই বুঝতে পারছি না এটা কী ধরণের চোট। চোট যদি গুরুতর হয় তবে তার তো প্যাড পরারই কথা না। যে চোট নিয়ে কথা হচ্ছে নভেম্বরের শেষ দিকে সীমিত ওভারের খেলা হবে, আর টেস্ট হওয়া কথা ডিসেম্বরের ১৭ তারিখের দিকে। এখনো দেড়মাস বাকি।

[৯] আমি সামান্য স্বচ্ছতা আশা করি। তার সমস্যা কী সকলের জানার অধিকার আছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা বুঝি। তারা ম্যাচ জিততে অনেক কিছু করতে চাইবে। প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিক সুযোগ দেবে না। - ক্রিকইনফো/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়