শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য সানের ভুয়া খবরে ক্ষুব্ধ ফ্রান্সের ফুটবলার পগবা

স্পোর্টস ডেস্ক : [২] ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ইংলিশ সংবাদপত্র দ্য সান দাবি করেছিল, ফরাসি সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে ফ্রান্সের জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। এই ‘ভুয়া খবর’ প্রকাশিত হওয়ায় সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ক্ষুব্ধ পগবা।

[৩] মত প্রকাশের স্বাধীনতার একটি ক্লাসে মহানবীর ব্যাঙ্গাত্মক কার্টুন দেখানোয় নিজ ছাত্রের হাতে খুন হন ৪৭ বছর বয়সী স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাতি। ওই ঘটনার একে ‘ইসলামিক সন্ত্রাসী হামলা’ উল্লেখ করে ইসলামী বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

[৪] মধ্যপ্রাচ্যের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, শুক্রবার ম্যাক্রোর মুখে এমন ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ হিসেবে পগবা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। দ্য সানও একই খবর প্রকাশ করলে তা ফুটবল বিশ্বে আলোড়ন তোলে। ইংলিশ সংবাদপত্রটির ওই সংবাদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যেখানে লেখা ‘অগ্রহণযোগ্য, ভুয়া খবর’।

[৫] এরপরই সংবাদপত্রের বিরুদ্ধে একহাত নিয়েছেন ম্যানইউ মিডফিল্ডার, আমাকে নিয়ে চারপাশে যে খবর প্রচার হচ্ছে তা শতভাগ ভিত্তিহীন। এমন কিছু আমি কখনও বলিনি কিংবা চিন্তাও করিনি। পগবা আরও লিখেছেন, আমি হতবাক, ক্ষুব্ধ ও হতাশ যে কিছু ‘সংবাদমাধ্যম’ সূত্র আমাকে ব্যবহার করে ফ্রান্সের এই সময়ের সবচেয়ে সংবেদনশীল বিষয় নিয়ে ‘ভুয়া শিরোনাম’ তৈরি করেছে এবং ফরাসি জাতীয় দলকে জড়িয়েছে।

[৬] সংবাদপত্র তাদের স্বাধীনতার অপব্যবহার করছে বলে মন্তব্য পগবার, ‘আমি সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত, কিছু সাংবাদিক সংবাদ লেখার সময় দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে তাদের গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করছে। যে সংবাদ তারা লিখছে তা কী আসলেই সত্যি কি না যাচাই করছে না। মানুষের জীবন ও আমার জীবনে এর প্রভাব কতটা পড়তে পারে তা না ভেবে গুজব তৈরি করছে। আমি এই শতভাগ ভুয়া খবরের প্রকাশক ও প্রচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।

[৭] ২০১৩ সালে পগবা ফ্রান্সের জার্সি প্রথমবার পরেন। ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল জয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলও করেন তিনি। - জি নিউজ/ ইন্ডিয়ান এক্্রপ্রেস/ রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়