রংপুর প্রতিনিধি: [২] স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রংপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
[৩] সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়।
[৪] রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও অভিযুক্ত এএসআই রাহেনুলকে পিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছে।
[৫] এর আগে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হয়েছে। এ ঘটনায় সহায়তার অভিযোগে মেঘলা ও সুরভি ওরফে শম্পা নামে দুজনকে আটক করেছে পুলিশ।
[৬] এ ঘটনায় ছাত্রীর বাবা পুলিশ সদস্য রাজুসহ দু'জনের নাম উল্লেখ করে গণধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাত পৌনে ১২টায় পুলিশ অসুস্থ ছাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভর্তি করে।
[৭] রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন বলেন, আমরা অতি গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ