শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের উত্থানে অন্তর্জালায় পুড়ছে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস

আসিফুজ্জামান পৃথিল: [২] কোনও এক সময় ভারতের বাচ্চারা খাবার নষ্ট করলে তাদের মায়েরা শাসন করে বলতেন, খাবার নষ্ট করা যাবে না। কারণ প্রতিবেশি বাংলাদেশের বহুশিশু না খেয়ে আছে। বর্তমানের দুই তৃতীয়াংশের বেশি ভারতীয় বাংলাদেশকে এই পরিস্থিতিতে দেখেনি। তবুও তারা এই ধরণের কথাই বিশ্বাস করে এসেছে এতোদিন অন্ধের মতো। আইএমএফ বলছে, চলতি বছর বাংলাদেশিরা গড়ে আয় করবে ১৮৮৮ ডলার, আর ভারতীয়রা করবে ১ হাজার ৮৭৭ ডলার। খুব স্বাভাবিকভাবে অন্ধকারের পেছনে ছোটা ভারতীয়রা ভয়াবহ ধাক্কা খেয়েছে। এসব কথাই বলা হয়েছে, ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসে অর্থনীতিবীদ শঙ্কর আইয়ারের লেখা এক নিবন্ধে।

[৩] একদশকের বেশি সয় ধরে বাংলাদেশের জনসংখ্যা স্থিতিশীল, জন্মহার কমছে এবং জাতীয় আয় বাড়ছে। ভারতের সাধারণ মানুষ এসব সুক্ষ মারপ্যাচ বোঝে না। ফলে তাদের জন্য ভয়াবহ এক ধাক্কা হয়ে এসেছে বাংলাদেশের উত্থান। কিন্তু অর্থনীতিবিদ এবং নীতিনির্ধারকদের জন্য এটা নিশ্চয়ই সত্য নয়। কিন্তু তারাও স্রোতে গা ভাসাচ্ছেন। তাদের আচরণ দেখে মনে হতেই পারেই বাংলাদেশের উত্থান আকষ্মিক। এটা সত্য নয়।

[৪] অনেকে বলেন ব্রিকস গ্রুপের আই একদিন ভারতের বদলে ইন্দোনেশিয়া দ্বারা স্থানান্তর হবে। এটা হয়তো বলার সময় এসেছে, বি তে ব্রাজিল নয়, বাংলাদেশও হতে পারে। এটা দোষনীয় কিছু নয়। ভারতের জন্যও বিব্রত হবার কিছু নেই। কারণ প্রতিবেশির উন্নতি হলে আপনার ক্ষতি হয়না। তবে ভারতের নীতিনির্ধারকদের অনেকেই কষ্ট পাচ্ছেন। এই কষ্টের কোনও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়