মহসীন কবির : [২] রাজধানীর গুলশান নতুন বাজার এলাকায় চলন্ত পিকআপ থেকে পড়ে অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিবিসি টিভি ও কালেরকন্ঠ
[৩] গুলশান থানার ডিউটি অফিসার (পিএসআই) সোহানা সিদ্দিকী বলেন, নতুন বাজার এলাকায় একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে পড়ে যান নিহত ওই ব্যক্তি। পরে আবার সেই পিকআপের চাপায় গুরুতর আহত হন।
[৪] খবর পেয়ে গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।