আনিস আলমগীর: একটু নির্দোষ হাস্যরস
আনিস আলমগীর: দখিনা বিবি মারা যাওয়ার পর স্বর্গে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন একটি দেওয়ালের পুরোটাই ঘড়িতে ভর্তি। তিনি দেবদূতদের কাছে জানতে চাইলেন, এগুলো কিসের জন্য?
একজন এঞ্জেল উত্তর দিলেন, এগুলি হচ্ছে লাই ক্লকস, মানে মিথ্যা মাপার ঘড়ি। প্রত্যেক ব্যক্তির একটি মিথ্যা ঘড়ি রয়েছে! তারা যখনই পৃথিবীতে মিথ্যা কথা বলেন তখনই, ঘড়ি চলে।
দখিনা বিবি একটি ঘড়ির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন: এটি কার ঘড়ি?
এঞ্জেল বলেন: এটি মাদার তেরেসার। এই ঘড়ির কাঁটা কখনও নড়াচড়া করেনি, এর মানে তিনি কখনও মিথ্যা বলেননি।
মহিলা জিজ্ঞাসা এবার জানতে চাইলেন: বিবাহিত পুরুষদের ঘড়ি কোথায়?
দেবদূত জবাব দেন: আমাদের অফিসে রয়েছে, আমরা সেগুলোকে অফিসের পাখা হিসাবে ব্যবহার করি।
তিনি তখন জিজ্ঞাসা করলেন, বিবাহিত মহিলাদের ঘড়িগুলোর কি অবস্থা?
দেবদূত উত্তর দিলেন, 'ওইগুলি অফিসের বাইরে রাখা হয়েছে ... আমাদের বিদ্যুত উত্পাদন করে ... !! ফেসবুক থেকে