শিরোনাম
◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো ◈ সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু ◈ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন? ◈ ভারতের হোটেলের ডাই‌নিং‌য়ে ইঁদুরের উৎপাতে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা আত‌ঙ্কিত ◈ মনোনয়ন পেতে চলছে দৌঁড়ঝাপ, বিএনপির কীভাবে হচ্ছে প্রার্থী বাছাই? ◈ বাজেট সংশোধন শুরু ডিসেম্বরে, যুক্ত হবে নতুন পে-স্কেল কার্যকরের বিধান ◈ দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় চট্টগ্রাম বন্দরে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার ফাঁদে পড়ে সব হারালেন শতবর্ষী বৃদ্ধা

পাবনা প্রতিনিধি: চিকিৎসা করানোর কথা বলে শতবর্ষী আমিরুন্নেছার স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে সটকে পড়েছে অজ্ঞাত এক প্রতারক নারী।শুক্রবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার দাইড়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

আমিরুন্নেছা বলেন, প্রতারক ওই মেয়েটির সঙ্গে দুই বছর ধরে পরিচয়। মাঝে মধ্যে আমার বাড়ি আসা-যাওয়া করত। ধীরে ধীরে সুসম্পর্ক হয়ে ধর্মবোন বানায়।

পায়ে বাতের ব্যথার খুব ভালো চিকিৎসা করাবে বলে শুক্রবার উপজেলার দাইড়পুর ছেলের বাড়ি থেকে দুইজন রওনা হই। ঈশ্বরদী এসে মেয়েটি আমাকে বলে, রাতে চুরি-ছিনতাই হতে পারে, চিকিৎসার খরচ ৩ হাজার টাকা, গলায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইনটি আমার কাছে রাখি। এভাবে সে ওগুলো নিয়ে চলে যায়।

পরে পাবনার ঈশ্বরদীর রেলওয়ে ওভারব্রিজ মোড়ের পশ্চিমটেংরীর রানার চায়ের দোকানে আমিরুন্নেছাকে পাওয়া যায়।

শনিবার ঈশ্বরদী সার্কেলের অ্যাডিশনাল এসপি ফিরোজ কবির আমিরুন্নেছাকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকা থেকে উদ্ধার করে তার স্বজনের কাছে পৌঁছে দেন।

তিনি জানান, ওই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সড়কপথে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খলিশাকুন্ডু বাসস্ট্যান্ডে বিকেলে তার ভাসুরের ছেলে, স্থানীয় চায়ের দোকানি মিনারুলের কাছে পৌঁছে দেয়া হয়। তবে প্রতারক ওই নারীর সঠিক নাম ও পরিচয় জানা যায়নি।

আমিরুন্নেছা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডু গ্রামের রিকাত আলী মণ্ডলের স্ত্রী। তার ৪ ছেলে ৪ মেয়েসহ নাতি-নাতনি রয়েছে। এক ছেলে ফরিদপুরে থাকেন, এক ছেলে মালয়েশিয়া ও ২ ছেলে মেহেরপুরে থাকেন। এছাড়া মেয়েরা শ্বশুরবাড়িতে রয়েছেন। তাকে ফিরে পেয়ে স্বজনরা খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়