শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণার ফাঁদে পড়ে সব হারালেন শতবর্ষী বৃদ্ধা

পাবনা প্রতিনিধি: চিকিৎসা করানোর কথা বলে শতবর্ষী আমিরুন্নেছার স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে সটকে পড়েছে অজ্ঞাত এক প্রতারক নারী।শুক্রবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার দাইড়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

আমিরুন্নেছা বলেন, প্রতারক ওই মেয়েটির সঙ্গে দুই বছর ধরে পরিচয়। মাঝে মধ্যে আমার বাড়ি আসা-যাওয়া করত। ধীরে ধীরে সুসম্পর্ক হয়ে ধর্মবোন বানায়।

পায়ে বাতের ব্যথার খুব ভালো চিকিৎসা করাবে বলে শুক্রবার উপজেলার দাইড়পুর ছেলের বাড়ি থেকে দুইজন রওনা হই। ঈশ্বরদী এসে মেয়েটি আমাকে বলে, রাতে চুরি-ছিনতাই হতে পারে, চিকিৎসার খরচ ৩ হাজার টাকা, গলায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইনটি আমার কাছে রাখি। এভাবে সে ওগুলো নিয়ে চলে যায়।

পরে পাবনার ঈশ্বরদীর রেলওয়ে ওভারব্রিজ মোড়ের পশ্চিমটেংরীর রানার চায়ের দোকানে আমিরুন্নেছাকে পাওয়া যায়।

শনিবার ঈশ্বরদী সার্কেলের অ্যাডিশনাল এসপি ফিরোজ কবির আমিরুন্নেছাকে ঈশ্বরদী জংশন স্টেশন এলাকা থেকে উদ্ধার করে তার স্বজনের কাছে পৌঁছে দেন।

তিনি জানান, ওই বৃদ্ধাকে সঙ্গে নিয়ে সড়কপথে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খলিশাকুন্ডু বাসস্ট্যান্ডে বিকেলে তার ভাসুরের ছেলে, স্থানীয় চায়ের দোকানি মিনারুলের কাছে পৌঁছে দেয়া হয়। তবে প্রতারক ওই নারীর সঠিক নাম ও পরিচয় জানা যায়নি।

আমিরুন্নেছা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডু গ্রামের রিকাত আলী মণ্ডলের স্ত্রী। তার ৪ ছেলে ৪ মেয়েসহ নাতি-নাতনি রয়েছে। এক ছেলে ফরিদপুরে থাকেন, এক ছেলে মালয়েশিয়া ও ২ ছেলে মেহেরপুরে থাকেন। এছাড়া মেয়েরা শ্বশুরবাড়িতে রয়েছেন। তাকে ফিরে পেয়ে স্বজনরা খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়