শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাগরে তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি, ৩০ বছরে সর্বোচ্চ

সাজিয়া আক্তার : [২] এ বছর বঙ্গোপসাগরের উপরিভাগের তাপমাত্রা আগের বছরগুলোর চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সাগরপৃষ্ঠের এ তাপমাত্রা বৃদ্ধি গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ, জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিষয়ক সংস্থা ক্লাইমেট প্রেডিকশন সেন্টার। সাগরে তাপমাত্রা অস্বাভাবিক বাড়ায় বাংলাদেশ ও ভারতের কিছু অংশে ঝড়, জলোচ্ছাস, বন্যা, লঘুচাপ সহ নানারকম প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, জানালেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেনডেন্ট টিভি

[৩] লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই সারাদেশ কখনো গুড়ি গুড়ি কখনো আবার ভারি বৃষ্টি। সেই সাথে, চলতি মাসে সাগরে পর পর তিনটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা আভাস দিচ্ছেন আরও একটি ঘূর্ণিঝড়ের।

[৪] বছরের এই সময়ে বঙ্গোপসাগরে তাপমাত্রা থাকার কথা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গত ছয় মাস ধরে সেখানে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি। ঘূর্ণিঝড় আম্পানের সৃষ্টির কারনও এই উচ্চ তাপমাত্রা, বলেছেন আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান। চলতি বছর টানা তিন দফায় বন্যা এবং বৃষ্টিপাত ২০ শতাংশ বেড়ে যাওয়া পেছনেও একই কারণ দেখছেন তিনি।

[৫] জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড. একে এম সাইফুল ইসলাম বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রশান্ত ও ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় ‘লা নিনা’ নামে জলবায়ুর এক বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই এ অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ হচ্ছে।

[৬] আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ বছরের বাকি সময়জুড়েও বৈরী আবহাওয়া থাকতে পারে দেশজুড়ে। বৃষ্টি দেখা যেতে পারে শীতকালেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়