আসিফুজ্জামান পৃথিল: [২] এই ৩ রাজ্য হলো নর্ত ক্যারোলিনা, ওহিও ও উইসকনসিন। এই ৩ রাজ্যে প্রতিটা জরিপ অনুযায়ী জো বাইডেনের জয়ের সম্ভাবনা প্রবল। আর এই সময় পেনসেলভেনিয়াতে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। বিবিসি
[৩] অতিমহামারীর কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৫ কোটি ৭০ লাখ আগাম ও পোস্টাল ভোট গৃহীত হয়েছে। যা একটি বিশ্বরেকর্ড। এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট এখনও ভীরভর্তি সমাবেশে বক্তব্য রাখছেন। অথচ করোনাভাইরাসের কারণে আর সবার মতো তিনিও আগাম ভোট প্রদান করেছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি আগাম ভোটের ব্যপক সমালোচক ছিলেন। দ্য গার্ডিয়ান
[৪] উত্তর ক্যারোলিনার ল্যামবার্টনে এক সমাবেশে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস অতিমহামারিকে তিনি এক ফুঁয়ে উড়িয়ে দিয়েছেন। তিনি এসময় জো বাইডেনের করোনাভীতি নিয়ে আবারও ঠাট্টা করেন। ফক্স
[৫] অবশ্য পেনসেলভেনিয়াতে এর ঠিক উল্টো বক্তব্য দিয়েছেন বাইডেন। তিনি সেখানে বলেন, করোনা একটি ভীিিতকর জিনিস। সকল মার্কিনিকে অবশ্যই সাবধান থাকতে হবে। কোনওভাবেই রোগ ছড়াতে দেয়া যাবে না।